Imprisonment

কাজ দেওয়ার নাম করে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ! ৩ বছরের পুরনো মামলায় ১০ বছরের কারাদণ্ড দোষীর

আদালত সূত্রে খবর, ২০২২ সালের ২২ অগস্ট নদিয়ার ধুবুলিয়া থানার বাসিন্দা এক প্রতিবন্ধী যুবতীকে কাজ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন স্থানীয় বাসিন্দা পাঁচুগোপাল বিশ্বাস।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ২০:৩৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের মামলায় অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল কৃষ্ণনগর বিচার বিভাগীয় ফাস্ট ট্র্যাক আদালত। শুক্রবার বিচারক দেবদীপ মান্না এই রায় দিয়েছেন। ঘটনার প্রায় তিন বছর পর আদালতের এই রায়ে ‘আংশিক’ খুশি নির্যাতিতার পরিবার।

Advertisement

আদালত সূত্রে খবর, ২০২২ সালের ২২ অগস্ট নদিয়ার ধুবুলিয়া থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগে বলা হয়, নব্বই শতাংশ প্রতিবন্ধী এক যুবতীকে কাজ দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে কয়েক বার ধর্ষণ করেন স্থানীয় বাসিন্দা পাঁচুগোপাল বিশ্বাস। অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় পাঁচুগোপালকে। শুরু হয় বিচার প্রক্রিয়া।

ওই মামলায় মোট ১৭ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। দীর্ঘ শুনানি পর্বের শেষে বিচারক মান্না অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে শুক্রবার রায় ঘোষণা করেন। রায় প্রসঙ্গে সরকারি আইনজীবী গৌতম ভৌমিক বলেন, ‘‘এই মামলায় স্পেশ্যাল এডুকেটরের সাহায্যে সক্ষ্যগ্রহণ করা হয়। তথ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক রায় দিয়েছেন।’’ তাঁর সংযোজন, ‘‘এই রায়ে সমাজের দুর্বল শ্রেণির প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠার বার্তা মিললল বলে আমরা মনে করছি। আদালতের এই পদক্ষেপ অপরাধীদের কাছেও একটি সতর্কবার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement