ভাষা দিবসেই শুরু জঙ্গিপুর বইমেলা

বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক বিকাশ নন্দ বলেন, “ভাষা দিবসের দিন শুরু বলে ভাষা দিবসকে সামনে রেখেই এ বারে সাজানো হচ্ছে মেলা। ২০০৬ সাল থেকে এই বইমেলা শুরু হলেও কোভিডের জন্য এক বছর বন্ধ ছিল।”

Advertisement

বিমান হাজরা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৪
Share:

আজ শুক্রবার ভাষা দিবসের দিনে ম্যাকেঞ্জি স্টেডিয়ামে শুরু হচ্ছে ১৯তম জঙ্গিপুর বইমেলা। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বারে স্টল রয়েছে ১১০টি। এর মধ্যে বইয়ের স্টল রয়েছে ৬০টি। এ বারের মেলার উদ্বোধন করবেন সাহিত্যিক অর্ণব সাহা। এ বারের মেলার বাজেট ধরা হয়েছে ১৬ লক্ষ টাকা।

Advertisement

বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক বিকাশ নন্দ বলেন, “ভাষা দিবসের দিন শুরু বলে ভাষা দিবসকে সামনে রেখেই এ বারে সাজানো হচ্ছে মেলা। ২০০৬ সাল থেকে এই বইমেলা শুরু হলেও কোভিডের জন্য এক বছর বন্ধ ছিল।”

তিনি বলেন, “বইমেলার ক্ষেত্রে জঙ্গিপুরের আরও একটি গুরুত্ব রয়েছে। রাজ্যের মধ্যে তো বটেই, সারা দেশের মধ্যেও প্রথম বই মেলা অনুষ্ঠিত হয় জঙ্গিপুরে ১৯৬৩ সালে। তবে তার নাম ছিল “জঙ্গিপুর গ্রন্থমেলা”। একটি স্মারক গ্রন্থও প্রকাশিত হয় সেই গ্রন্থমেলায়। মেলায় অংশ নেন আলকাপ সম্রাট ঝাঁকসু, কবিয়াল গুমানি দেওয়ান। ৭ দিন চলেছিল সেই গ্রন্থমেলা। জঙ্গিপুর বইমেলা অবশ্য শুরু তার অনেক পরে।”

Advertisement

২০০৫ সালে জঙ্গিপুরের তৎকালীন পুরপ্রধান সিপিএম নেতা মৃগাঙ্ক ভট্টাচার্য জেলা বইমেলার আয়োজন করেন রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি ময়দানে। তবে পরের বছর ফের জেলা বইমেলা ফিরে যায় বহরমপুরে। তবে জঙ্গিপুরে দাবি ওঠে বইমেলা করার। ২০০৬ সাল থেকে শুরু হয় জঙ্গিপুর বইমেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement