—প্রতীকী চিত্র।
প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন সংসার পেতেছিলেন যুবক। কিন্তু বছর খানেক আগে নতুন করে ঘনিষ্ঠতা শুরু হয় প্রাক্তন স্ত্রীর সঙ্গে। বর্তমান এবং প্রাক্তন স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনে শুরু হয় অশান্তি। তার মধ্যেই প্রাক্তন স্বামীকে বাড়িতে ডেকে খাবারে বিষ মিশিয়ে খাইয়ে খুনের অভিযোগ উঠল প্রথম পক্ষের স্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার ঘটনা।
মৃতের নাম রাকিবুল বিশ্বাস। পরিবার সূত্রে খবর, চার বছর আগে মুর্শিদাবাদের সাহেবনগর এলাকার বাসিন্দা তানিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় রাকিবুলের। কিন্তু ওই বিয়ে সুখের হয়নি। কিছু দিনের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। বছর আড়াই আগে রাকিবুল দ্বিতীয় বিয়ে করেন। পাত্রী মালদহ জেলার বাসিন্দা। বর্তমানে তাঁরা এক সন্তানের বাবা-মা।
রাকিবুলের পরিবারের অভিযোগ, যুবকের সংসার ভাঙতে চেয়েছিলেন প্রথম পক্ষের স্ত্রী। কোনও ভাবে তা করতে না পেরে প্রাক্তন স্বামীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন। মৃতের দাদা লিটন বিশ্বাস বলেন, ‘‘ভাই বিয়ে করে সংসার করছিল। এটা সহ্য হচ্ছিল না তানিয়ার। চক্রান্ত করে তানিয়ার মামার বাড়ি ধনিরামপুরে ভাইকে ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে জোর করে বিষ খাইয়ে দেওয়া হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘তানিয়ার মা ফোন করে বলে, রাকিবুল পড়ে আছে। তোমরা নিয়ে যাও। আমরা যাওয়ার আগেই সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল। রাকিবুলকে প্রথমে সাগরপাড়া হাসপাতাল, সেখান থেকে ডোমকল মহকুমা হাসপাতাল এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো গেল না।’’ মৃতের মা সমেদান বিবি বলেন, ‘‘আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। দোষীদের ফাঁসি চাই।’’
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে এক যুবককে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের হয়। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। পরে মৃতের পরিবার প্রাক্তন স্ত্রী-সহ তিন জনের নামে লিখিত অভিযোগ করেছেন সাগরপাড়া থানায়। তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম নুরবানু বিবি (মূল অভিযুক্তের মা) এবং জিয়ারুল শেখ (মূল অভিযুক্তের ভাই)। তবে মূল অভিযুক্ত তানিয়ার এখনও খোঁজ মেলেনি। তিনি পলাতক। খোঁজ চলছে।