AIMIM

মুর্শিদাবাদে বিজেপি, তৃণমূল ছেড়ে এমআইএম-এ যোগ ২০০ কর্মীর

এমআইএম-এর স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, আগামী বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলার সমস্ত বিধানসভা আসনে প্রার্থী দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

লালগোলা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ২১:৫৫
Share:

বিজেপি, তৃণমূল ছেড়ে এমআইএম-এ— নিজস্ব চিত্র।

মুর্শিদাবাদ জেলায় বিরোধী দল এবং শাসক দল শিবিরে ভাঙন ধারালো ‘অল ইন্ডিয়া মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন’ (এমআইএম)। সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার সুতি তে বিজেপি সংখ্যালঘু মোর্চা এবং তৃণমূল ত্যাগ করে আসাদউদ্দিন ওয়াইসি-র দলে যোগদান করেন প্রায় ২০০ জন কর্মী।

Advertisement

সোমবার সুতিতে আয়োজিত অনুষ্ঠানে এমআইএম-এ যোগ দেন তাঁরা। সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে ৫টি আসনে জিতেছে। এ বার পশ্চিমবঙ্গে ২০২১ বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে তারা। সোমবার বিজেপি ও তৃণমূল দল ছেড়ে ২০০ জন এমআইএম-এ যোগ দেওয়ার পরে দলের স্থানীয় নেতৃত্ব জানান, আগামী বিধানসভা ভোটে মুর্শিদাবাদ জেলার সবগুলি বিধানসভা আসনে প্রার্থী দেওয়া হবে।

তেলঙ্গানার সীমানা ছাড়িয়ে এমআইএম গত লোকসভা ভোটে মহারাষ্ট্রে প্রার্থী দিয়ে অওরঙ্গাবাদ কেন্দ্রে জিতেছিল। এর পরেই বিভিন্ন রাজ্যে সংগঠন বিস্তারে সক্রিয় হয়েছেন হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন