TMC

কলকাতা গেলেন ৬ তৃণমূল নেতা 

রাজ্যের বেশ কয়েকটি জেলার কমিটি ইতিমধ্যে ঘোষণা হয়ে গেলেও মুর্শিদাবাদের জেলা কমিটি নিয়ে সিদ্ধান্ত নিতে টালবাহানা চলছিল বেশ কিছুদিন থেকেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ০২:৪৫
Share:

প্রতীকী ছবি।

জেলা কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কলকাতায় গেলেন জেলা তৃণমূলের ছ’য় নেতা। রাজ্যের বেশ কয়েকটি জেলার কমিটি ইতিমধ্যে ঘোষণা হয়ে গেলেও মুর্শিদাবাদের জেলা কমিটি নিয়ে সিদ্ধান্ত নিতে টালবাহানা চলছিল বেশ কিছুদিন থেকেই। রাজ্য থেকেই সেই তালিকা ঘোষণা হওয়ার কথা।

Advertisement

জেলা তৃণমূল সূত্রে জানা যায়, চলতি মাসের ২২ তারিখ তৃণমূল জেলা কমিটি ঘোষণার সিদ্ধান্ত বাতিল হয়ে যাওয়ার পর মঙ্গলবার রাতে কলকাতায় যাওয়ার ডাক পান জেলা সংগঠনের সভাপতি আবু তাহের, চেয়ারম্যান সুব্রত সাহা ও চার কো-অর্ডিনেটর সৌমিক হোসেন, অরিত মজুমদার, অশোক দাস এবং খলিলুর রহমান। সেখানে আর এক প্রস্থ আলোচনার পরেই চুড়ান্ত ভাবে তৃণমূলের জেলা কমিটি ঘোষণা হবে বলে মনে করছেন জেলা নেতাদের একাংশ। এক জেলা নেতা এদিন বলেন “অনেকদিন ধরেই আজ হবে কাল হবে করে দল ঘোষণা পিছিয়ে যাচ্ছে। দলের সব কর্মসূচিই হচ্ছে তবে মনোযোগ দিতেও পারছি না সেই সব কাজে। পদ থাকলে দলের কর্মীদের কাছে মান থাকে, নইলে নয়।” তবে এই বৈঠক নিয়ে মন্তব্য করতে রাজি হননি জেলা সভাপতি এমনকি কো-অর্ডিনেটররাও। কলকাতা যাওয়ার আগে এক কো-অর্ডিনেটর অশোক দাস বলেন, “কেন ডাকা হয়েছে, সেখানে রাজ্য নেতারা কি বলবেন তা জানি না। শুধু জানি রাজ্য নেতৃত্ব কলকাতা যেতে বলেছেন তাই যাচ্ছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন