মামার বাড়ির নবান্নে এসে জলে ডুবে মৃত্যু বালকের, শোকস্তব্ধ গ্রামবাসীরা

পুলিশ জানিয়েছে মৃত বালকের নাম শিবাংশু বসাক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২০ ১৪:০৫
Share:

মৃত শিবাংশু। নিজস্ব চিত্র।

নবান্ন উপলক্ষে মামার বাড়ি এসেছিল ৭ বছরের বালক। সেখানে ঘুরতে বেড়িয়ে একটি নদীর ধারে চলে যায় সে। সেখানে ডুবে যাওয়ায় মৃত্যু হয়েছে তার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার শুকরিয়া গ্রামে।

Advertisement

পুলিশ জানিয়েছে মৃত বালকের নাম শিবাংশু বসাক। তার বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়া শহরে। মৃত বালকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, নবান্ন উপলক্ষে মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন শিবাংশু-সহ পরিবারের সদস্যরা। শুকুরিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে একটি ছোট নদী। সেই নদীর জলে ডুবেই নিখোঁজ হয়ে যায় শিবাংশু। পরে শিশুটির পরিবারের সদস্যরা জলে নেমে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তাকে। এর পর কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement