Bangladeshi National Arrest

ভিসার মেয়াদ ফুরোলেও ভারত ছাড়েননি বাংলাদেশি ভ্লগার, পাঁচ বছর পর গয়েশপুর থেকে গ্রেফতার!

বাংলাদেশের ‘মুক্তমনা’ ভ্লগার মুফতি আবদুল্লা আল মাসুদ ভারতে আসেন ২০১৮ সালে। কিন্তু ২০২০ সালে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এবং তার পরেও তিনি দেশে ফেরেননি। প্রায় পাঁচ বছর ধরে ভারতে থাকার পর নদিয়ার গয়েশপুর থেকে মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৫:২৯
Share:

বাংলাদেশের ‘মুক্তমনা’ ভ্লগার মুফতি আবদুল্লা আল মাসুদ। ছবি: সংগৃহীত।

কট্টরপন্থীদের রোষানল থেকে বাঁচতে ২০১৮ সালে বৈধ ভিসা নিয়ে ভারতে এসেছিলেন বাংলাদেশের ‘মুক্তমনা’ ভ্লগার মুফতি আবদুল্লা আল মাসুদ। কিন্তু ২০২০ সালে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এবং তার পরেও তিনি দেশে ফেরেননি। প্রায় পাঁচ বছর ধরে ভারতে থাকার পর নদিয়ার গয়েশপুর থেকে মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বাংলাদেশের বাসিন্দা মাসুদ নিজস্ব ইউটিউব চ্যানেলে নাস্তিকতার দর্শন নিয়ে নানা ভিডিয়ো আপলোড করতেন। নিজের দেশে কট্টরপন্থীদের রোষে পড়েন তিনি। প্রাণনাশের হুমকি দেওয়া হয় ওই ভ্লগারকে। প্রাণ বাঁচাতে ২০১৮ সালে বৈধ কাগজপত্র নিয়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন তিনি।

প্রশাসনের সূত্রে খবর, ২০২০ সালে মাসুদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু তার পরেও বাংলাদেশ ফেরেননি তিনি। কিছু দিন করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় থেকেছেন। সম্প্রতি চাকদহের একটি প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষকের গয়েশপুরের বাড়িতে ভাড়া থাকতেন মাসুদ। পুলিশ বেশ কিছুদিন ধরেই তাঁর খোঁজ করছিল। সূত্র মারফত, মাসুদের বর্তমান ঠিকানা জানতে পারার পর তাঁকে আটক করে কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলে। পরে সেখানে যায় রাজ্য পুলিশের একটি দল, সিআইডি এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের দল।

Advertisement

পুলিশ মাসুদকে ভারতে থাকার বৈধ অনুমতিপত্র বা নাগরিকত্বের প্রমাণ দেখানোর জন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। কিন্তু ব্যর্থ হন মাসুদ। সোমবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। অভিবাসন এবং বিদেশি নাগরিক আইনে মামলা রুজু করা হয়েছে। মাসুদ যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়িমালিককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এলাকার বাসিন্দাদের দাবি, ওই ভাড়াবাড়িতে বাংলাদেশ থেকে অনেকের যাতায়াত ছিল। পুলিশ এখন তাঁদেরও খোঁজ পাওয়ার চেষ্টা করছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement