Bomb Fear

খেলতে গিয়ে বোমা কুড়িয়ে বাড়ি ফিরল খুদের দল, নিষ্ক্রিয় করল পুলিশ

বাড়িতে বোমাগুলি দেখেই আতঙ্কে শিউরে ওঠেন বাড়ির লোকজন। তড়িঘড়ি বোমাগুলি ফাঁকা জায়গায় সাবধানে রেখে দেওয়া হয় এবং অবিলম্বে পুলিশকে খবর দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ২৩:৩৮
Share:

— প্রতীকী চিত্র।

আবার বোমাতঙ্ক! এ বার বেলডাঙা থানার শুরুলিয়া গেটপাড়া। জমির পাশে আলের ধারে পড়ে থাকা আটটি সকেট বোমাকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চলের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, প্রথমে বাচ্চারা খেলা করার সময় বোমাগুলি দেখতে পায় এবং সেগুলিকে খেলার জিনিস ভেবে বাড়ি নিয়ে চলে আসে।

Advertisement

বাড়িতে বোমাগুলি দেখেই আতঙ্কে শিউরে ওঠেন বাড়ির লোকজন। তড়িঘড়ি বোমাগুলি ফাঁকা জায়গায় সাবধানে রেখে দেওয়া হয় এবং অবিলম্বে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় এবং বোমাগুলি বাজেয়াপ্ত করে। এর পরেই খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। বম্ব স্কোয়াডের দল এসে বোমাগুলি পরীক্ষা করে এবং সেগুলিকে নিরাপদে নিষ্ক্রিয় করে। স্থানীয়েরা অনুমান করছেন, দুষ্কৃতীরাই কোনও কারণে ওই বোমাগুলি সেখানে মজুত করেছিল। তবে কারা বা কেন এই বোমাগুলি রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement