বিক্ষোভ কল্যাণীতে

ভর্তির ফি কমানোর দাবিতে বুধবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের একাংশ। এ দিন দুপুরে উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। তা চলে রাত অবধি। বিক্ষোভকারীদের অভিযোগ, একাধিকবার ফি কমানোর জন্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। স্মারকলিপিও দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি কর্তৃপক্ষ। এমনই অভিযোগ আন্দোলনকারীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০১:০৭
Share:

ভর্তির ফি কমানোর দাবিতে বুধবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের একাংশ। এ দিন দুপুরে উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। তা চলে রাত অবধি। বিক্ষোভকারীদের অভিযোগ, একাধিকবার ফি কমানোর জন্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। স্মারকলিপিও দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি কর্তৃপক্ষ। এমনই অভিযোগ আন্দোলনকারীদের।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রথম সেমেস্টারে ভর্তির জন্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পড়ুয়াদের বিজ্ঞান অনুষদে ৭৯০০ টাকা এবং অন্য অনুষদে ৬৪০০ টাকা নেওয়া হয়। অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ক্ষেত্রে টাকার পরিমাণ বিজ্ঞান অনুষদে ৯৫০০ টাকা এবং অন্য অনুষদে ৮ হাজার। পড়ুয়াদের দাবি, এই টাকা রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলির তুলনায় অনেকটাই বেশি। গত বছরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তখন অতিরিক্ত ফি-এর বিষয়ে পড়ুয়ারা শিক্ষামন্ত্রীকে অভিযোগ জানান। পার্থবাবু বিষয়টি দেখার আশ্বাস দেন বলে পড়ুয়াদের দাবি। তারপরেও কাজের কাজ কিছুই হয়নি। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন, ‘‘সামর্থ্য আছে, এমন পড়ুয়ারা কেন ফি দেবে না? অন্য পড়ুয়াদের জন্যে ভর্তি ফি-তে ছাড়ের সুযোগ তো রয়েছেই!’’ মুষ্টিমেয় ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হয়েছেন বলে দাবি ওই আধিকারিকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন