সারগাছি বিদ্যুৎ দফতরে বিক্ষোভ

একগুচ্ছ অভাব অভিযোগ নিয়ে বুধবার সারগাছি বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, টানা লোডশেডিং চলছে। কারেন্ট থাকলেও বহু সময় লো-ভোল্টেজ থাকছে। আধিকারিকদের বাইরে দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ চলে। পুলিশ এসে বিক্ষোভ সামাল দেয়। স্থানীয় বাসিন্দা মনোজ চক্রবর্তী বলেন, ‘‘দফতরের আধিকারিকেরা আগামী বুধবার এলাকায় এসে সমস্যার কথা শুনবেন বলে আশ্বাস দিয়েছেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০০:২৬
Share:

একগুচ্ছ অভাব অভিযোগ নিয়ে বুধবার সারগাছি বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, টানা লোডশেডিং চলছে। কারেন্ট থাকলেও বহু সময় লো-ভোল্টেজ থাকছে। আধিকারিকদের বাইরে দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ চলে। পুলিশ এসে বিক্ষোভ সামাল দেয়। স্থানীয় বাসিন্দা মনোজ চক্রবর্তী বলেন, ‘‘দফতরের আধিকারিকেরা আগামী বুধবার এলাকায় এসে সমস্যার কথা শুনবেন বলে আশ্বাস দিয়েছেন।’’ সমস্যার দ্রুত সমাধান না হলে ফের বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement