স্কুলে বিক্ষোভ

নির্দিষ্ট সময়ের মধ্যে ‘সবুজসাথী’ প্রকল্পের সাইকেল পাওয়ার যোগ্য ছাত্রছাত্রীদের নামের তালিকা না পাঠানোয় শিক্ষকদের তা‌লাবন্ধ করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। বিডিও-র হস্তক্ষেপে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার চাপড়া রানাবন্ধ সেন্টমেরিজ হাইস্কুলের ঘটনা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৫ ও ২৫ অগস্ট ছিল তালিকা জমা দেয়ার শেষ দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০১:০৮
Share:

নির্দিষ্ট সময়ের মধ্যে ‘সবুজসাথী’ প্রকল্পের সাইকেল পাওয়ার যোগ্য ছাত্রছাত্রীদের নামের তালিকা না পাঠানোয় শিক্ষকদের তা‌লাবন্ধ করে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। বিডিও-র হস্তক্ষেপে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। বুধবার চাপড়া রানাবন্ধ সেন্টমেরিজ হাইস্কুলের ঘটনা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২৫ ও ২৫ অগস্ট ছিল তালিকা জমা দেয়ার শেষ দিন। কিন্তু বুধবার ছাত্রছাত্রীরা জানতে পারে স্কুল কর্তৃপক্ষ তাদের সেই তালিকা জমা দেয়নি। এর পরে তারা ক্ষোভে ফেটে পড়ে। বিষয়টি জানতে পেরে চাপড়ার বিডিও রিনা ঘোষ কর্তৃপক্ষ ও ছাত্রদের ডেকে পাঠান। তিনি সাইকেল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement