প্রতিবাদ অ্যাম্বুল্যান্স চালকদের

রোগী ও রোগীর বাড়ির স্বার্থে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে বেসরকারি প্রায় ৬৩টি অ্যাম্বুল্যান্সকে সরিয়ে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরে মিছিল করেন সেই অ্যাম্বুল্যান্সের চালকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ০১:১৯
Share:

গাড়ির মিছিল। বহরমপুরে তোলা নিজস্ব চিত্র।

রোগী ও রোগীর বাড়ির স্বার্থে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে বেসরকারি প্রায় ৬৩টি অ্যাম্বুল্যান্সকে সরিয়ে দিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে বৃহস্পতিবার বহরমপুরে মিছিল করেন সেই অ্যাম্বুল্যান্সের চালকেরা। তাঁরা ঘোষণাও করে দিয়েছিলেন, আজ, শনিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য রোগী পরিষেবা বন্ধ রাখার। পরে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আপাতত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

Advertisement

সরকারি জায়গা দখল করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে পাবলিক অ্যাম্বুল্যান্স ইউনিয়নের ওই চালকেরা যেখানে-সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখেন বলে অভিযোগ তুলেছিলেন রোগীর বাড়ির আত্মীয়েরা। বিষয়টি জানতে পেরে হাসপাতাল থেকে ওই গাড়ি সরিয়ে দেয় প্রশাসন।

মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) এনাউর রহমান বলেন, ‘‘ওই বেসরকারি সংগঠনের সদস্যরা রোগী পরিষেবা দেওয়ার নামে সরকারের কাছ থেকে কর ছাড় নেন। সেই পরিষেবা বন্ধ করলে তাঁদের থেকে কর আদায় করা হবে। তা না দিলে গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করা হবে।’’

Advertisement

ওই সংগঠনের সম্পাদক খোকন চৌধুরী বলেন, ‘‘একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সে ব্যাপারে প্রশাসনের সঙ্গে আলোচনাও হয়েছে। আমরা কোনও সংঘাতে যাচ্ছি না। রোগী পরিষেবা সচল থাকবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement