Arrest

‘বহরমপুর টু বাংলাদেশ‍’, বিয়ে করতে চেয়ে কাঁটাতার পেরিয়ে আটক ভারতীয় যুবক

পরিবার সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মেঘালয় বেড়াতে যাওয়ায় নাম করে গত ২৭ জুন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন আরিয়ান। তবে তাঁর গন্তব্য ছিল বাংলাদেশ। প্রেমিকাকে বিয়ে করার জন্য অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ০০:০৯
Share:

—প্রতীকী চিত্র।

বহরমপুরের যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বাংলাদেশের এক তরুণীর। প্রেমিকাকে বিয়ে করার জন্য নিয়মের তোয়াক্কা না করেই পশ্চিমবঙ্গের যুবক আরিয়ান মির্জা কাঁটাতার টপকে বাংলাদেশ পাড়ি দিয়েছিলেন। তবে প্রেমিকার কথা রাখতে গিয়ে তাঁর আপাতত ঠাঁই হয়েছে পদ্মাপারের শ্রীঘরে। অন্য দিকে, সে দেশের সংবাদমাধ্যম থেকে এই খবর জানতে পেরে ছেলেকে ফিরে পেতে চেয়ে বহরমপুর পুলিশের দ্বারস্থ হয়েছে যুবকের পরিবার।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে মেঘালয় বেড়াতে যাওয়ায় নাম করে গত ২৭ জুন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন আরিয়ান। তবে তাঁর গন্তব্য ছিল বাংলাদেশ। প্রেমিকাকে বিয়ে করার জন্য অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন তিনি। গত রবিবার বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়েন ওই যুবক। বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, আরিয়ানের সঙ্গে বাংলাদেশের লালমণিরহাটের ডাউয়াবাড়ি ইউনিয়নের উত্তর-বিছনদই এলাকার এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয়েছিল যুবকের। তা থেকেই ঘনিষ্ঠতা ও প্রেম। ফোনে একাধিক বার কথাও হয়েছিল দু’জনের মধ্যে। সম্পর্ককে পরিণতি দিতেই সীমান্ত পার করেছিলেন মুর্শিদাবাদের বিটি কলেজ এলাকার বাসিন্দা আরিয়ান।

বাংলাদেশের তরুণীর প্রতিবেশীরা জানিয়েছেন, লালমণিরহাটে তরুণীর বাড়িতে এসেছিলেন আরিয়ান। সম্পূর্ণ অপরিচিত ছেলেকে গ্রামে দেখা পাওয়া মাত্র হইচই পড়ে গিয়েছিল এলাকায়। খবর পেয়ে তরুণীর বাড়ি থেকে রবিবার রাতে আরিয়ানকে গ্রেফতার করে নিয়ে যায় হাতিবান্ধা থানার পুলিশ।

Advertisement

অন্য দিকে, আরিয়ানের গ্রেফতারির খবর জানতে পেরে ছেলেকে ফিরিয়ে আনার আবেদন জানিয়ে তাঁর মা আয়েশা মির্জা সোমবার রাতে বহরমপুর থানার পুলিশের দ্বারস্থ হন। তিনি বলেন, ‘‘২৯ জুন বিকেলে আমার ছেলের সঙ্গে শেষ বারের মতো কথা হয়েছিল। ভয়েস মেসেজ করে আরিয়ান জানিয়েছিল, সে মেঘালয় ঘুরতে গিয়েছে। পরে জানতে পারি আমার ছেলে বাংলাদেশের পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘ছেলে গ্রেফতার হওয়ার পরে আমরা জেনেছি সমাজমাধ্যমে বাংলাদেশের এক তরুণীর সঙ্গে আমার ছেলের পরিচয় হয় ও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সঙ্গে দেখা করতেই ছেলে বাংলাদেশ গিয়েছিল। তবে ওই দেশে যাওয়ার আগে ছেলে আমাদের কিছুই জানায়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement