হেঁশেলের আড়ালে অস্ত্রের কারবার

মাস খানেক আগে জলঙ্গিতে হদিশ মেলে এক অস্ত্র তৈরির কারখানার। উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ সরঞ্জাম। দুই যুবককে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমকল শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১০:৪০
Share:

জলঙ্গির পর এ বার ডোমকলেও খোঁজ মিলল অস্ত্র কারখানার। রবিবার রাতে ডোমকলের কুচিয়ামোড়া গ্রামে ইদ্রিস মণ্ডলের বাড়ির রান্নাঘর লাগোয়া ঘরে ওই কারখানার হদিশ পায় পুলিশ। গোপনে খবর পেয়ে ওই কারখানায় হানা দিয়ে পুলিশ একটি একনলা বন্দুক ও একটি পাইপগান ছাড়াও দু’টি ম্যাগজিন-সহ প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। পুলিশের দাবি, এর আগে ইদ্রিশের নামে কোনও অভিযোগ না উঠলেও তাকে জেরা করে পুলিশের দাবি, দীর্ঘ দিন ধরে সে এই কাজ করত। ডোমকলের এসডিপিও মাকসুদ হাসান বলেন, ‘‘গোপনে খবর পেয়ে ইদ্রিসের বাড়িতে হানা দিয়ে আমরা তার রান্নাঘরের পিছনে একটি অস্ত্র তৈরির কারখানার হদিস মেলে। সেখানে পুরোপুরি তৈরি দু’টি আগ্নেয়াস্ত্র ছাড়াও অস্ত্র তৈরির জন্য ছয় বোর ও ১২ বোরের নল, হাতল, ট্রিগার ও তিনটি গুলি-সহ ৬০০ গ্রাম বোমার মশলা উদ্ধার হয়েছে। আটক হয়েছে অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জামও। ইদ্রিসকে ৩ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

মাস খানেক আগে জলঙ্গিতে হদিশ মেলে এক অস্ত্র তৈরির কারখানার। উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ সরঞ্জাম। দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা সাইকেল সারাইয়ের দোকানের আড়ালে কারবার চালাত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন