কার্যালয়ে হামলা

সভা শেষের পরপরই হামলা হল তৃণমূলের কার্যালয়ে। নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বোমা, বন্ধুক নিয়ে তৃণমূলের ওই আঞ্চলিক কার্যালয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:১৪
Share:

সভা শেষের পরপরই হামলা হল তৃণমূলের কার্যালয়ে। নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বোমা, বন্ধুক নিয়ে তৃণমূলের ওই আঞ্চলিক কার্যালয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী। তাতে তিন তৃণমূল কর্মী কুটু চক্রবর্তী, বিল্টু পাল, অজিত ঘোষ আহত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাঁরা রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয় বিধায়ক সমীর পোদ্দার অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন। তৃণমূলের দু’টি গোষ্ঠীর কোন্দলে এই ঘটনা বলে দলের একটি সূত্রে খবর। এলাকায় বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি বাণী রায়ের গোষ্ঠীর কোন্দল রয়েছে। তার জেরেই এই ঘটনা।

বাণীবাবু অবশ্য এমন ঘটনার নেপথ্যে তাঁর কোনও ভূমিকার কথা মানতে চাননি। তিনি বলেন, ‘‘আমরা কোনও গোষ্ঠী নেই।’’ পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement