আমার ভাইয়ের রক্তে রাঙানো...

বরকতের জন্মভিটেয় ভাষা দিবস পালিত হবে ৩ দিন

ভাষা দিবস নিয়ে ওপার-বাংলার আবেগ ও আয়োজনের থেকে কোনও অংশে পিছিয়ে নেই এপার বাংলার সীমান্ত জেলা মুর্শিদাবাদও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সালার থানা এলাকার বাবলা গ্রাম, তালিবপুর হাইস্কুল ও কৃষ্ণনাথ কলেজের নাড়ির যোগ থাকায় প্রতি বছরের মতো এ বারেও শনিবার রাত ১২টার পরেই বাংলাদেশের মতো বাবলা গ্রামে ভাষা শহিদ আবুল বরকতের জন্মভিটেয় ‘আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদ’ তুলল পতাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৫৪
Share:

ভাষা দিবস উদ্যাপন।বহরমপুরে ছবি তুলেছেন গৌতম প্রামাণিক।

ভাষা দিবস নিয়ে ওপার-বাংলার আবেগ ও আয়োজনের থেকে কোনও অংশে পিছিয়ে নেই এপার বাংলার সীমান্ত জেলা মুর্শিদাবাদও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সঙ্গে সালার থানা এলাকার বাবলা গ্রাম, তালিবপুর হাইস্কুল ও কৃষ্ণনাথ কলেজের নাড়ির যোগ থাকায় প্রতি বছরের মতো এ বারেও শনিবার রাত ১২টার পরেই বাংলাদেশের মতো বাবলা গ্রামে ভাষা শহিদ আবুল বরকতের জন্মভিটেয় ‘আজাদ হিন্দ স্বেচ্ছাসেবক পরিষদ’ তুলল পতাকা। শহিদ বেদিতে মালাও দিলেন অনেকে। রাত তিনটের সময় মশাল মিছিল নিয়ে গ্রাম পরিক্রমাও করা হয়। ‘আমরা বাবলাবাসী’র পৃষ্ঠপোষক মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ‘‘নাটক, কবিতা, গান ও আলোচনা- সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আগামী মঙ্গলবার পর্যন্ত বরকতের জন্মভিটেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে।’’ রবিবার ২১ ফেব্রুয়ারি সকালে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রাক্তনীর উদ্যোগে গান, কবিতা, আলোচনায় বরকতকে স্মরণ করা হয়।

Advertisement

উর্দুর বদলে সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষা বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে সর্বদলীয় ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’- এর পক্ষ থেকে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আন্দোলনের ডাক দেওয়া হয়। আন্দোলন দমনের জন্য খানসেনা ২১ ফেব্রুয়ারি ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল এগিয়ে চলে। পুলিশ গুলি চালায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১২ নম্বর শেডের বারান্দায় গুলিবিদ্ধ আবুল বরকত লুটিয়ে পড়েন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে রাত ৮টায় বরকত মারা যান। ২১ ফেব্রুয়ারি রাতেই ঢাকার আজিমপুর গোরস্থানে পুলিশ বরকতের দেহ সমাধিস্থ করে। সেখানেই একুশের আরও ৪ শহিদ— আব্দুস সালাম, রফিকুদ্দিন আহমেদ, শফিউর রহমান ও আব্দুল জাব্বার শায়িত আছেন। পর দিন ২২ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিলের উপর ট্রাক চালিয়ে আরও ৩ জনকে পিষে মেরে ফেলা হয়।

ছবি: গৌতম প্রামাণিক।

Advertisement

বাংলাদেশের ঝিনাইদহের প্রাবন্ধিক মুজিবর রহমানের লেখা ‘১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি যে সব ভাষা সৈনিক শহিদ হন’ নিবন্ধ থেকে জানা যায়, মোট ৮ জন ভাষা শহিদের মধ্যে দুই বাঙালির জন্মভূমি হু গলি ও মুর্শিদাবাদ। হুগলিতে জন্ম ভাষাশহিদ শফিউর রহমানের আর মুর্শিদাবাদের সালার থানার বাবলা গ্রামে জন্ম আবুল বরকতের। ১৯২৭ সালের ১৩ জুন বাবলা গ্রামে জন্ম বরকতের। তাঁর ডাকনাম আবাই। ১৯৪৫ সালে সালারের তালিবপুর হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করে তিনি ভর্তি হন বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে। সেখান থেকে আই এ পাশ করে ১৯৪৭ সালে তিনি পূর্ব পাকিস্তানে (অধুনা বাংলাদেশ) গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫১ সালে চতুর্থ স্থান অধিকার করে রাষ্ট্রবিজ্ঞানে সাম্মানিক- সহ বি এ পাশ করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ ক্লাসে ভর্তি হন। পড়া শেষ করার আগেই ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ওই ভাষা শহিদদের স্মরণে রেখে ২০০০ সালের ২১ ফেব্রুায়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে রাষ্ট্রসঙ্ঘ। প্রতি বছরের মতো এ বার ওই ভাষা শহিদের স্মরণে মুর্শিদাবাদ জেলা জুড়ে ২০ ফেব্রুয়ারি থেকে একুশে উদ্‌যাপন শুরু হয়েছে। ২০-২১ ফেব্রুয়ারি ২ দিন ধরে বিকেলে বহরমপুর কালেক্টরেট হলে আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে ‘বাচিক শিল্পচর্চার মুক্ত দিগন্ত’। ওই সংস্থার কর্ণধার সীমা সরকার বলেন, ‘‘২ দিনে মোট ৬৫ জন আবৃত্তি করেন।’’ ২১ ফেব্রুয়ারি দুপুরে বহরমপুর কালেক্টরেট হলে আলোচনা, আবৃত্তি ও সঙ্গীতে ভাষা দিবস ও সংস্থার প্রতিষ্ঠা দিবস পালন করে বাচিক শিল্পের আরও একটি সংস্থা ‘রূপকথা’। এ দিন দুপুরে গোরাবাজার আইসিআই উচ্চমাধ্যমিক স্কুলের সঙ্গে যৌথ ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে জেলা তথ্য ও সংস্কৃতি দফতর।

এ দিন বিকালে বহরমপুর শহরে পিআ সি হলে গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ, গণনাট্য সঙ্ঘ, এবিটিএ এবং সাক্ষরতা প্রসার সমিতি একত্রে ভাষা দিবস উদ্‌যাপন করে। সন্ধ্যায় বহরমপুরে অমৃতকুম্ভের মহড়া কক্ষে ‘কৃষ্টিপথ’ ও খাগড়া পৌর প্রাথমিক বিদ্যালয়ে ‘মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ’ ভাষাদিবস উদ্‌যাপন করে। আরও বহু সংস্থার পক্ষ থেকে জেলা জুড়ে এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement