Bridge in Murshidabad

বন্ধ থাকছে উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগকারী বহরমপুর সেতু! বিকল্প পথে চলবে গাড়ি চলাচল

মস্যায় পড়তে পারেন যাত্রীরা। যদিও বিকল্প সেতু চালু থাকায় খানিকটা স্বস্তি মিলেছে। তবে কলকাতা-বহরমপুর-উত্তরবঙ্গ রুটের দূরপাল্লার বাসগুলি মূলত এই সেতুর উপর দিয়েই যাতায়াত করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৩
Share:

ভাগীরথীর উপর এই সেতু বহরমপুরকে কান্দি এবং জঙ্গিপুরের সঙ্গে জুড়েছে। — ফাইল চিত্র।

বন্ধ থাকছে বহরমপুরের রামেন্দ্র সুন্দর সেতু। ভাগীরথীর উপর এই সেতু বহরমপুরকে কান্দি এবং জঙ্গিপুরের সঙ্গে জুড়েছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা— ১২ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে যান চলাচল। ফলে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা। যদিও বিকল্প সেতু চালু থাকায় খানিকটা স্বস্তি মিলেছে। তবে কলকাতা-বহরমপুর-উত্তরবঙ্গ রুটের দূরপাল্লার বাসগুলি মূলত এই সেতুর উপর দিয়েই যাতায়াত করে।

Advertisement

বাসচালক সুবীর রক্ষিত বলেন, ‘‘এই সেতু দিয়েই বহু বছর ধরে বাস চালাচ্ছি। রক্ষণাবেক্ষণ দরকার, সেটা ঠিক আছে। কিন্তু হঠাৎ করে সেতু বন্ধ হলে যাত্রীদের খুব অসুবিধা হয়।’’ কলকাতা শিলিগুড়ি রুটের বাসচালক প্রণব বিশ্বাস বলেন, ‘‘বিকল্প সেতু চালু থাকলেও আমাদের বহরমপুরের যাত্রী থাকেন। ওই যাত্রীরা বিব্রত হবেন। তবে নিরাপত্তার স্বার্থে মেরামতি দরকার।’’

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তা বন্ধ থাকার বিষয়ে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, যাতে মানুষ অন্য পথে যাতায়াত করতে পারেন। রবিবার দুপুর ১২টার পর ফের যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন প্রশাসনিক আধিকারিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement