সরানো হল পরীক্ষা নিয়ামককে

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামকের পদ থেকে সরানো হল বিমলেন্দু বিশ্বাসকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে ওই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপাচার্য রতনলাল হাংলু। ভক্তবালা বিএড কলেজ নিয়ে দুর্নীতি সামনে আসার পরপরই ২০১৪ সালের অগস্ট থেকে সাসপেন্ড ছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০০:১৮
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহের নিয়ামকের পদ থেকে সরানো হল বিমলেন্দু বিশ্বাসকে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে ওই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপাচার্য রতনলাল হাংলু। ভক্তবালা বিএড কলেজ নিয়ে দুর্নীতি সামনে আসার পরপরই ২০১৪ সালের অগস্ট থেকে সাসপেন্ড ছিলেন তিনি।

Advertisement

বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের জুনে চাপাড়ার ভক্তবালা বিএড কলেজে ছাত্রভর্তি নিয়ে দুর্নীতি প্রকাশ্যে আসে। তা নিয়ে তোলপাড় চলে বিশ্ববিদ্যালয়ে। ওই ঘটনায় বিমলেন্দুবাবুর নাম জড়ায়। আরও কিছু আর্থিক অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গড়েন। প্রাক্তন পুলিশ কর্তা তপন চট্টোপাধ্যায়কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। প্রথমে পরীক্ষা নিয়ামককে শো-কজ করা হয়। উপযুক্ত কারণ দেখাতে না পারায় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। এ দিন তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নেন। বিমলেন্দুবাবুর দাবি, ‘‘সামান্য কিছু টেকনিক্যাল ত্রুটি থাকায় কিছু দিন অবজারভেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে দায়িত্ব দেবেন, দক্ষতার সঙ্গে তা পালনের চেষ্টা করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন