BJP

নাগরিকত্ব আইন চালু হবে, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর 

বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে, আর বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্ব আইন চালু হবে বলে জানালেন কেন্দ্রীয় প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সঞ্জীব বালিয়ান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ০৩:৫৬
Share:

প্রতীকী ছবি।

বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে, আর বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্ব আইন চালু হবে বলে জানালেন কেন্দ্রীয় প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সঞ্জীব বালিয়ান। বৃহস্পতিবার ফুলিয়ায় ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি এই মন্তব্য করেন।

Advertisement

বৃহস্পতিবার সকালে জাতীয় সড়ক লাগোয়া ফুলিয়া বাসস্ট্যান্ডে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী। সেখানেই তিনি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, ‘‘২৬ মে এই রাজ্য সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তারপর ২৭ মে এখানে বিজেপির সরকার গঠিত হবে। তারপর এখানে নাগরিকত্ব আইন চালু হবে।’’ যার পাল্টা জেলা তৃণমূলের মুখপাত্র বাণীকুমার রায় বলেন, ‘‘তাহলে ওঁরা বিজেপিশাসিত রাজ্যগুলিতে তা চালু করছেন না কেন? ভাঁওতাবাজি আসলে ওঁদের এজেন্ডা।’’

এ দিন বালিয়ান বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরেছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এই রাজ্যের মানুষ পাচ্ছেন না। এই দুর্নীতি এবং গুন্ডারাজের সমাপ্তি ঘটাতে মানুষ স্থির করেছেন পশ্চিমবঙ্গে বিজেপিকে আনবেন।’’ পাশাপাশি বালিয়ান জানান, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কেউ। কিন্তু তাঁকে বাছবে দল।

Advertisement

এ দিন বহিরাহত ইস্যুতেও তৃণমূলকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘‘কিছু দিন ধরে তৃণমূলের তরফে বলা হচ্ছে বহিরাগত। দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলা হচ্ছে। আমরা সবাই এক। সবার অধিকার আছে দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলার নন, গোটা দেশের। সুভাষচন্দ্র বসু যত বড় দেশনায়ক বাংলার জন্য, তত বড় দেশনায়ক উত্তরপ্রদেশ, দিল্লির জন্যও।’’

এ দিন ফুলিয়ায় ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দেওয়ার পরে রানাঘাট রথতলা এলাকায় গৃহ সম্পর্ক অভিযানে যোগ দেন তিনি। রথতলা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন। পরে রানাঘাট শহরের ১০ নম্বর ওয়ার্ডে এক দলীয় কর্মীর বাড়িতে জলযোগ সারেন তিনি। এ দিন রানাঘাট ১ ব্লকের আইশতলা এলাকায় কয়েকটি বাড়িতেও যান মন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন