রানাঘাট কাণ্ডে জড়িত তৃণমূল, দাবি শমীকের

পুরভোটের প্রচারে গিয়ে রানাঘাট-কাণ্ডে তৃণমূলের দিকে আঙুল তুললেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। ১৩ মার্চ রাতে রানাঘাটের এক কনভেন্ট স্কুলে ডাকাতি ও বৃদ্ধ সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রানাঘাটে শমীক দাবি করেন, ‘‘রানাঘাট-কাণ্ডে তৃণমূল নেতারা জড়িত। ঠিকঠাক তদন্ত হলে শীঘ্রই তাঁরা ধরা পড়বেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০২:০১
Share:

রানাঘাটে পুরভোটের প্রচারে বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। — নিজস্ব চিত্র।

পুরভোটের প্রচারে গিয়ে রানাঘাট-কাণ্ডে তৃণমূলের দিকে আঙুল তুললেন বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য। ১৩ মার্চ রাতে রানাঘাটের এক কনভেন্ট স্কুলে ডাকাতি ও বৃদ্ধ সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে রানাঘাটে শমীক দাবি করেন, ‘‘রানাঘাট-কাণ্ডে তৃণমূল নেতারা জড়িত। ঠিকঠাক তদন্ত হলে শীঘ্রই তাঁরা ধরা পড়বেন।’’

Advertisement

অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘রানাঘাট-কাণ্ডে ভিন্-দেশি অপরাধীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। হয়তো সে জন্যই অন্য অভিযুক্তদের ধরতে দেরি হচ্ছে।’’ সুব্রতবাবুর পাল্টা কটাক্ষ, ‘‘বিজেপি তো কেন্দ্রে সরকারে আছে। তা হলে তারা দায়িত্ব নিয়ে এই ভিন্-দেশি অপরাধীদের ধরার ব্যবস্থা করুক।’’ নদিয়া জেলা তৃণমূলের সভাপতি গৌরীশঙ্কর দত্তর সংযোজন: ‘‘তৃণমূলের কেউ ওই ঘটনায় জড়িত নন। রানাঘাটের মানুষ তা জানেন।’’

রানাঘাটের ওই ঘটনায় এ পর্যন্ত অভিযুক্ত হিসেবে যে আট জনের নাম উঠেছে, সিআইডি-র তদন্তকারীরা তাদের মধ্যে দু’জনকে ধরতে পেরেছেন। তার উপরে ঘটনায় মূল পাণ্ডা হিসেবে চিহ্নিত বাংলাদেশি মিলন সরকারের খোঁজ সিআইডি এত দিনেও কেন পেল না, সে প্রশ্ন তুলেছে রাজ্য পুলিশেরই একাংশ।

Advertisement

শমীকও এ দিন রানাঘাটে দাবি করেন, ‘‘প্রকৃত অপরাধীদের আড়াল করতে দু’-এক জনকে ধরা হয়েছে। তারা আদৌ ওই কাণ্ডের সঙ্গে যুক্ত কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। পুলিশ চাইলে, অনেক কিছুই করতে পারে। অনেক ক্ষেত্রেই পুলিশ দ্রুত দোষীদের গ্রেফতারও করেছে। কিন্তু এ ক্ষেত্রে সেটা করা হচ্ছে না।’’

নদিয়ার পুলিশ সুপার অর্ণব ঘোষ এ ব্যাপারে মন্তব্য করেননি। শমীকের অভিযোগ নিয়ে মুখ খোলেনি সিআইডি-ও। তবে এ দিনও সিআইডি-কর্তারা দাবি করেছেন, তদন্ত চলছে। চলছে অন্য অভিযুক্তদের খোঁজও। পাসপোর্টধারী চার পলাতকের নামে ‘লুক-আউট সার্কুলার’ও জারি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন