Fake Notes Seized

জালনোট পাচারের অভিযোগে গ্রেফতার নদিয়ায় বিজেপি নেতা! খোঁচা তৃণমূলের

পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরে সংশ্লিষ্ট এলাকায় জালনোট লেনদেনের খবর আসছিল। সূত্র মারফত অভিযান চালিয়ে ভীমপুরের মাস্টারপাড়ার বাসিন্দা দেবব্রত বিশ্বাসকে পাকড়াও করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জালনোট পাচারের অভিযোগে বিজেপির এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে তাঁর ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ওই নিয়ে রাজনৈতিক শোরগোল এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নদিয়ার ভীমপুর থানা এলাকায় শনিবার অভিযান চালানো হয়েছিল। তাতে দেবব্রত বিশ্বাস নামে এক বিজেপি নেতাকে আটক করা হয়। তাঁর কাছ থেকে কয়েকটি নকল ৫০০ টাকার নোট মেলে। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত বিজেপির শক্তি প্রমুখ পদে রয়েছেন। কিন্তু তাঁর গ্রেফতারির পরে বিজেপি দাবি করেছে, দেবব্রত কোনও পদে নেই। তবে অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। তবে এ নিয়ে আক্রমণ শানাচ্ছে শাসকদল।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ দিন ধরে সংশ্লিষ্ট এলাকায় জালনোট লেনদেনের খবর আসছিল। সূত্র মারফত অভিযান চালিয়ে ভীমপুরের মাস্টারপাড়ার বাসিন্দা দেবব্রতকে পাকড়াও করা হয়। তল্লাশিতে কিছু টাকা পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় সেগুলি জাল বলে প্রমাণিত হওয়ায় দেবব্রতকে গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশের আরও বক্তব্য, উদ্ধার হওয়া জালনোটগুলি কী ভাবে ওই ব্যক্তির কাছে এল, তিনি জালনোটের কোনও চক্রের সঙ্গে যুক্ত কি না, সে সব খতিয়ে দেখা হচ্ছে। ভীমপুর থানায় নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা দেবব্রতের আর্থিক লেনদেন, যোগাযোগ এবং সম্ভাব্য জাল নোট চক্রের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ আছে কি না, যাচাই করছেন। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তদন্তকারীরা নোটগুলি ফরেন্সিক পরীক্ষায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তার রিপোর্টের উপর তদন্তের গতিপ্রকৃতি নির্ভর করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement