BJP

BJP: বিজেপির সভা, জানেন না নেতৃত্ব

ময়না ব্লকের তিনটি মণ্ডল এলাকার বিজেপির পুরনো নেতা ও কর্মীরা এদিন হোগলাবাড়ি বাজারের কাছে একটি বেসরকারি অতিথিশালায় সভাটি করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ময়না শেষ আপডেট: ২৯ মে ২০২২ ০৮:১৯
Share:

ছবি: সংগৃহীত।

ক্ষোভ বাড়ছে জেলা বিজেপির অন্দরে। আগে দলের মণ্ডল সভাপতিদের নিয়ে ক্ষোভ ছিলই। সম্প্রতি তমলুক সাংগঠনিক জেলার চারটি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করেও বাতিল করা হয়েছে। এর জেরে ক্ষুব্ধ দলীয় নেতা-কর্মীদের একাংশ শনিবার জেলা নেতৃত্বকে এড়িয়ে ময়না ব্লকে সভা করেছেন।

Advertisement

ময়না ব্লকের তিনটি মণ্ডল এলাকার বিজেপির পুরনো নেতা ও কর্মীরা এদিন হোগলাবাড়ি বাজারের কাছে একটি বেসরকারি অতিথিশালায় সভাটি করেন। সভাস্থলের বাইরে বিজেপির পতাকা লাগানো হলেও ভিতরে বিজেপির পতাকা বা ব্যানার ছিল না। বিজেপির প্রাক্তন ময়না ব্লক সভাপতি উত্তম জানার নেতৃত্ব এদিনের ওই সভায় হাজির ছিলেন ময়না পশ্চিম মণ্ডলের সভাপতি নারায়ণ দাস, উত্তর মণ্ডলের প্রাক্তন সভাপতি রাখাল জানা, দক্ষিণ মণ্ডলের প্রাক্তন সভাপতি সহদেব মণ্ডল, কিসান মোর্চার পশ্চিম মণ্ডল সভাপতি সন্দীপ সামন্ত-সহ ৩০০ জনের বেশি নেতা-কর্মী। সভায় আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ব্লকের সমস্ত নেতা-কর্মীদের ঐক্য গড়ার পাশাপাশি বিভিন্ন আন্দোলন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভার অন্যতম আহ্বায়ক উত্তম বলেন, ‘‘আমরা বিজেপির দীর্ঘদিনের কর্মী হিসাবে কাজ করেছি। আগামী বছর পঞ্চায়েত নির্বাচনে আমাদের জয়লাভ জরুরি। বিধায়ক অশোক ডিন্ডার নেতৃত্বে পঞ্চায়েত ভোটে লড়াই করতে দলকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করার লক্ষেই সভা করেছি।’’

কিন্তু বিজেপি জেলা নেতৃত্বকে এড়িয়ে এভাবে দলেরই একাংশ নেতা-কর্মীদের বৈঠক করার জেরে দলের কোন্দল প্রকাশ্যে এসেছে। এ ব্যাপারে উত্তমের বক্তব্য, ‘‘ময়নায় দলের দুই মণ্ডল সভাপতি পদে নাম ঘোষণা নিয়ে যে পরিস্থিতি হয়েছে, তাতে দলের কর্মীদের মনোবল ভেঙেছে। এই পরিস্থিতিতে আমরা সবাইকে সভা করে ঐক্যবদ্ধ করতে চেয়েছি। জেলা সভাপতিকে জানানো হয়নি ঠিকই, তবে দলের স্বার্থেই আমরা এই সভা করেছি।’’ জেলা নেতৃত্বদের এড়িয়ে ময়নার সভার বিষয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি এদিন দলীয় কাজে কলকাতায় ছিলাম। ময়নার সভার বিষয়টি নজরে এসেছে। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন