Murder Case

জমি বিবাদে ‘খুন’ বিজেপির পঞ্চায়েত সদস্যা, গ্রেফতার প্রতিবেশী

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতা মেনকা মণ্ডলের বাড়ি রঘুনাথগঞ্জ থানার যগোদানন্দ বাটি গ্রামে। তিনি দফরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ছিলেন। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ২২:৫২
Share:

—প্রতীকী চিত্র।

জমি বিবাদের জেরে ‘খুন’ বিজেপির পঞ্চায়েত সদস্যা। রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। মৃতার নাম মেনকা মণ্ডল (৪০)। পুলিশ ঘটনার তদন্তে নেমে কুড়ান মণ্ডল নামে এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে বলে খবর।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতা মেনকা মণ্ডলের বাড়ি রঘুনাথগঞ্জ থানার যগোদানন্দ বাটি গ্রামে। তিনি দফরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ছিলেন। তিনি গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। বেশ কিছু দিন ধরেই তাঁর সঙ্গে প্রতিবেশী কুড়ান মণ্ডল নামে এক ব্যক্তির একটি জায়গা নিয়ে বিবাদ চলছিল। রবিবার সেই বিবাদ আরও বাড়ে। অভিযোগ, রবিবার দুপুরে ওই বিজেপি পঞ্চায়েত সদস্যার বাড়িতে কুড়ান মণ্ডল লোকজনদের নিয়ে হানা দেন। মেনকা মণ্ডল ও তাঁর পরিবারের লোকেদের বেধড়ক মারধর করা হয়। ওই বিজেপি নেত্রীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তিনি লুটিয়ে পড়েন।

ঘটনার পরেই অভিযুক্তেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দ্রুত মেনকা মণ্ডলকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শারীরিক অবস্থা গুরুতর ছিল বলে জানা যায়। পরে রাতে তিনি হাসপাতালেই মারা যান। ঘটনায় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত কুড়ান মণ্ডলকে গ্রেফতার করে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement