—প্রতিনিধিত্বমূলক চিত্র।
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে গঙ্গায় ছিটকে পড়েছিলেন যুবক। বৃহস্পতিবার ফরাক্কায় ঘটেছিল সেই ঘটনা। শনিবার ফরাক্কা বাঁধের ২৮ নম্বর স্লুইস গেটে যুবকের পচাগলা দেহ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফরাক্কা থানার পুলিশ। দেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ শফিকুল। বয়স ২৭ বছর। তিনি মালদহের মানিকচক থানার মথুরাপুর পাঠানপাড়া এলাকার বাসিন্দা। মুম্বইয়ে শ্রমিকের কাজ করতেন। কুরবানি ইদ উপলক্ষে কর্মভূমি এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন তাঁর পিসির ছেলে রমজান খান এবং আরও তিন পরিচিত। ট্রেন ফরাক্কা স্টেশন ছেড়ে সিগন্যাল না পেয়ে বাঁধের উপর দাঁড়িয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের কামরা থেকে বাঁধের উপর নেমে গঙ্গার ছবি তুলতে গিয়েছিলেন শফিকুল। হঠাৎ ট্রেনটি ছেড়ে দেওয়ায় দ্রুত তাতে উঠতে গিয়ে মাথায় আঘাত লাগে শফিকুলের। রক্তপাত শুরু হয়। সঙ্গীরা তাঁকে চলন্ত ট্রেনে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হন। ছিটকে পড়ে গঙ্গার জলে তলিয়ে যান যুবক।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিউ ফরাক্কা জংশন স্টেশনের রেলের আরপিএফ এবং জিআরপি। দিনভর তল্লাশি চলে। তবে দেহ পাওয়া যায়নি। শনিবার ফরাক্কা ব্যারেজের ২৮ নম্বর স্লুইস গেটের কাছে দেহ ভেসে ওঠে।