Bomb blast

বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, মুর্শিদাবাদের নওদায় প্রাণ গেল এক জনের, জখম তিন জন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মধুপুরের একটি মাঠে কয়েক জন বোমা বাঁধার কাজ করছিলেন। সেই সময় অসাবধানতাবশত বোমা ফেটে যায়। জখম ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ১০:২০
Share:

বিস্ফোরণে মৃত্যু এক জনের। প্রতীকী ছবি।

পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বোমা বিস্ফোরণ মুর্শিদাবাদে। বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু হল এক জনের। গুরুতর জখম হয়েছেন অন্তত তিন জন। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের নওদার মধুপুর এলাকার এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মেজবুল শেখ। পরিবারের দাবি, বোমা ছুড়ে খুন করা হয়েছে। এ ব্যাপারে মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল বলেন, ‘‘বোমা বাঁধতে দিয়ে গিয়ে বিস্ফোরণ না কি বোমা ছোড়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মধুপুরের একটি মাঠে কয়েক জন বোমা বাঁধার কাজ করছিলেন। সেই সময় অসাবধানতাবশত বোমা ফেটে যায়। জখম ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নওদা থানার পুলিশ।

মৃত ব্যক্তির ছেলে বকুল শেখ বলেন, ‘‘এটা কোন বোমা বিস্ফোরণ নয়। মধুপুরের এক তৃণমূল নেতা ও তাঁর গুন্ডাবাহিনী আমার বাবাকে বোমা মেরে খুন করেছে। ওরা এর আগের পঞ্চায়েতে ছাপ্পা ভোট করেছিল। আমাদের ভোট দিতে দেয়নি।’’

Advertisement

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, ‘‘ওখানে বিধায়ক গোষ্ঠী ও সাংসদ গোষ্ঠী দীর্ঘ দিন ধরেই বিবাদমান। আসন্ন পঞ্চায়েত ভোটে কে প্রধান হবেন আর কে টিকিট পাবেন, সেই নিলাম নিয়ে গন্ডগোলের দু’চারটে মরছে। কী আর করা যাবে!’’ মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, ‘‘খুব দুঃখজনক ঘটনা। আমি কলকাতায় আছি। বিস্তারিত জানি না। খোঁজ নিয়ে দেখছি।’’

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বোমা বাঁধতে গিয়ে বা মজুত বোমার বিস্ফোরণের ‘খবর’ প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রশাসনের তরফে বিভিন্ন সময়ে মজুত বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযান চালানো হলেও কারবার যে এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, তা একের পর এক বিস্ফোরণের খবরেই প্রমাণিত বলে অনেকে মনে করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন