কল্যাণীতে ফের বোমা

ভোট মিটলেও বিতর্ক যেন মিটছে না কল্যাণী মহকুমায়। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কোনওদিন হরিণঘাটায়, তো কোনও দিন চাকদহে। মঙ্গলবার ঘটল কল্যাণীতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কল্যাণী শেষ আপডেট: ০৪ মে ২০১৬ ০২:২৭
Share:

ভোট মিটলেও বিতর্ক যেন মিটছে না কল্যাণী মহকুমায়। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। কোনওদিন হরিণঘাটায়, তো কোনও দিন চাকদহে। মঙ্গলবার ঘটল কল্যাণীতে।

Advertisement

সোমবার একটি ছাপাখানা আগুনে ভস্মীভূত হওয়ার ঘটনায় তৃণমূল-সিপিএমের তরজা শুরু হয়েছিল। মঙ্গলবার কল্যাণী এ ব্লকে একটি বাড়ির সামনে থেকে একটি ব্যাগের মধ্যে চারটি বোমা পাওয়া গেল। যে বাড়ির সামনে বোমার ব্যাগটি পাওয়া গিয়েছে, সেই বাড়ির মালিক ভোটে সিপিএমের পোলিং এজেন্ট হয়েছিলেন। রবি তরফদার নামে সেই সিপিএম কর্মীর অভিযোগ, তাঁকে গত কয়েকদিন ধরেই হুমকি দেওয়া হচ্ছে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ জানাননি তিনি। ভোটের দিন এই ওয়ার্ডেই তৃণমূলের গুন্ডা বাহিনী বাঁশপেটা করে কালনা পলিটেকনিক কলেজের অধ্যাপক শিবু দাসের দুটি হাতই ভেঙে দেয়। বাঁচাতে গিয়ে প্রহৃত হন তাঁর স্ত্রী টুলটুলি দাসও।

এ দিন পুলিশ এসে দেখে, ব্যাগের মধ্যে চারটি ছোট বোমা রয়েছে। পুলিশ অবশ্য বলছে, একটু বড় ধরণের বাজি ছিল ব্যাগের মধ্যে। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এলাকার বাসিন্দারা অবশ্য জানিয়েছেন, তাঁরা যথেষ্ট আতঙ্কিত।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন