বোমা উদ্ধার সেকেন্দ্রায়

প্রায় ৩০০ তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের ইমামনগরে কেতাবুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ওই বোমা উদ্ধার করে। উদ্ধার হয়েছে বোমা বানানোর মশলাও। তবে পুলিশ যাওয়ার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০০:৫৮
Share:

প্রায় ৩০০ তাজা বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের ইমামনগরে কেতাবুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে ওই বোমা উদ্ধার করে। উদ্ধার হয়েছে বোমা বানানোর মশলাও। তবে পুলিশ যাওয়ার আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এলাকায় অশান্তির ছড়ানোর উদ্দেশ্যেই বোমা বানানো হচ্ছিল বলে স্বীকার করলেও দুষ্কৃতীদের পরিচয় জানাতে চায়নি পুলিশ। তবে ওই এলাকায় বোমা উদ্ধারের ঘটনা নতুন কিছু নয়। ২ মে ইমামনগর গ্রামের পাশে জঙ্গলের মধ্যে দু’টি প্লাস্টিক কন্টেনারে রাখা ১৫০টি বোমা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। বাড়ির মালিক-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement