রাস্তার কাজে অভিযোগ কান্দিতে
নিজস্ব সংবাদদাতা • কান্দি
রাস্তা সারানোর কাজে নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠল জেলা পরিষদের বিরুদ্ধে। কান্দির পুরন্দরপুর পঞ্চায়েত এলাকার প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা নির্মাণে নিম্ন মানের সামগ্রি ব্যবহারের অভিযোগ তুলছে ওই গ্রাম পঞ্চায়েত। প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনার আওতায় রাস্তা নির্মাণের কাজ চলছে কান্দিতে। ঘনশ্যামপুর থেকে বোলতুলি পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার রাস্তা আগে মোরামের ছিল। গ্রামবাসীদের দাবিতেই জেলা পরিষদ রাস্তাটিকে পিচ দিয়ে বাঁধিয়ে দেওয়ায় উদ্যোগী হয়। সেই অনুযায়ী ঘনশ্যামপুর থেকে হাতিবাগান হয়ে ওই রাস্তার অধিকাংশ কাজই হয়ে গিয়েছে। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ, মাস দু’য়েকের মধ্যেই কোথাও কোথাও পিচের চাদর উঠে যাচ্ছে। কোনও এলাকায় এখনই তৈরি হয়েছে ছোট ছোট খানা-খন্দ। তাঁদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলেই নবনির্মিত রাস্তার এই বেহাল দশা। ঘটনাটি নিয়ে জেলা পরিষদের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে তৃণমূল শাসিত পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের সদস্য তৃণমূলের উজ্জ্বল মণ্ডল বলেন, “প্রথম থেকেই অভিযোগ পেয়েছি আমরা। নিম্নমানের নির্মাণ সামগ্রি ব্যবহার করার ফলেই এই অবস্থা। আমি নিজে বিষয়টি নিয়ে জেলা পরিষদের প্রকল্প আধিকারিকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু কোনও কাজ হয়নি।” অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের আধিকারিক অমলকান্তি মণ্ডল বলেন, “সব অভিযোগ ভিত্তিহীন। রাস্তার কাজ ভাল ভাবেই হচ্ছে। কোথাও ভেঙে যায়নি।”জেলা পরিষদের সভাধিপতি কংগ্রেসের শিলাদিত্য হালদার বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নেব।”
ফাইনালে জয়ী বড়ালঘাট
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ
নদিয়া জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং নবদ্বীপ আঞ্চলিক ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চলতি মরসুমে অনূর্ধ্ব ১৯ জুনিয়র ডিভিশনে চ্যাম্পিয়ন হল নবদ্বীপ বড়ালঘাট স্পোর্টিং ক্লাব। এই নিয়ে পরপর দু’বার চ্যাম্পিয়ন তারা। চলতি মরসুমে তাদের সংগ্রহ আট পয়েন্ট। রানার্স হয়েছে নবদ্বীপ নির্ভীক সমিতি। মোট আটটি দল অংশ নিয়েছিল। ২০ অগস্ট থেকে শুরু হয় গ্রুপ লিগের খেলা। গ্রুপ থেকে চারটি দল নিয়ে সুপার লিগ শুরু হয়েছিল ১০ সেপ্টেম্বর থেকে। অন্য দিকে, অনূর্ধ্ব ১৬ বছরের খেলোয়াড় বিভাগ সাব-জুনিয়র ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে উদয়ন সংঘ। রানার্স হয়েছে চর ব্রহ্মনগর অলিম্পিক ফুটবল অ্যাকাদেমি। জুনিয়র লিগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে চলতি মরসুমের প্রথম ডিভিশন ফুটবল লিগ।
সাজা ঘোষণা
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
জাল নোটের কারবারে জড়িত থাকার অভিযোগে খুরসিদ আলম নামে এক যুবককে শুক্রবার ১০ বছরের কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিলেন জঙ্গিপুরের দ্বিতীয় ফাস্ট ট্রাক আদালতের বিচারক সোমেশ প্রসাদ সিংহ। অভিযুক্তের বাড়ি উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার দিলারি থানার কাজিপুরা গ্রামে। সরকারি আইনজীবী বামন দাস বন্দ্যোপাধ্যায় জানান, গত বছর ১৬ অক্টোবর মালদহ থেকে জাল নোট নিয়ে যাওয়ার সময় সে ধরা পড়ে। অন্য দিকে, ভারতে অনুপ্রবেশের দায়ে শনিবার ওই আদালতেই হোসেন সেখ নামে এক বাংলাদেশিকে ৩ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। তার বাড়ি বাংলাদেশের শিবগঞ্জে।
জাল নোট, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
ধুলিয়ান থেকে নবদ্বীপে ব্যাগ বোঝাই করে গাঁজা নিয়ে যাওয়া সময় দুই দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাত্রে ধুলিয়ান ডাকবাংলো মোড়ে স্বপন সাহা ও তপন সাহা নামে দুই যুবকের সন্দেহজনক গতিবিধি দেখে তাদের আটক করা হয়। দু’জনের কাছ থেকে ২২ কিলো গাঁজা ও ১০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।