উঠল বাস ধর্মঘট

অবশেষে বাস ধর্মঘট তুলে নিল বাস মালিক সংগঠন। মঙ্গলবার বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠকের পরেই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠন। গত সোমবার থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিক সংগঠন। তাদের দাবি ছিল, জেলা জুড়ে সমস্ত রুটে লাইসেন্সহীন যানবাহন চলায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৫ ০০:৫৪
Share:

অবশেষে বাস ধর্মঘট তুলে নিল বাস মালিক সংগঠন। মঙ্গলবার বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠকের পরেই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠন। গত সোমবার থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বাস মালিক সংগঠন। তাদের দাবি ছিল, জেলা জুড়ে সমস্ত রুটে লাইসেন্সহীন যানবাহন চলায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। বারবার প্রশাসনের কর্তাদের জানিয়েও সমস্যার কোনও কিনারা হয়নি। তাই বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা।

Advertisement

এ দিন বৈঠকের পরে মুর্শিদাবাদ জেলা বাস ওনার্স কাউন্সিলের কোষাধ্যক্ষ রথীন মণ্ডল বলেন, ‘‘এ দিন প্রশাসনের সঙ্গে বৈঠকে আমরা খুশি। টোলের ব্যাপারে গাড়ি প্রতি মাসিক একটা অর্থ নেওয়ার কথা প্রাথমিক ভাবে আলোচনা হয়েছে। সেই সঙ্গে ঈদের পরে অবৈধ যান নিয়ন্ত্রনের ব্যাপারেও পরিবহণ দফতর কড়া পদক্ষেপ করবে বলে জানিয়েছে। সেই আশ্বাস পাওয়ার পরেই আমরা ধর্মঘট তুলে নিই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement