লগ্নি সংস্থার কর্তা গ্রেফতার

লগ্নিসংস্থার এক কর্তাকে সোমবার রাতে সুতি থানার পুলিশ গ্রেফতার করল। ধৃতের নাম সুবলকুমার দাস। তিনি সুতির পারুলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, প্রথমে তিনি বিভিন্ন লগ্নিসংস্থার এজেন্ট হিসেবে কাজ করতেন।

Advertisement
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৬
Share:

লগ্নিসংস্থার এক কর্তাকে সোমবার রাতে সুতি থানার পুলিশ গ্রেফতার করল। ধৃতের নাম সুবলকুমার দাস। তিনি সুতির পারুলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, প্রথমে তিনি বিভিন্ন লগ্নিসংস্থার এজেন্ট হিসেবে কাজ করতেন। পরে কয়েক জনকে জুটিয়ে লগ্নিসংস্থা খোলেন। পড়শি রাজ্য ঝাড়খণ্ড-সহ ১১টি শহরে অফিস সংস্থার অফিস খোলেন তিনি। প্রায় তিন হাজার এজেন্টের মাধ্যমে তিনি প্রায় ৪ কোটি টাকা তোলেন বাজার থেকে। সারদা কেলেঙ্কারির সময় গা ঢাকা দেন বলে পুলিশের দাবি। টাকা না পেয়ে সুতি থানায় সংস্থার দুই এজেন্ট অভিযোগ দায়ের করেন। সংস্থার এক এজেন্ট আবুল হাসনাত জানান, তাঁরা এ দিন সন্ধ্যায় জানতে পারেন সুবল তাঁর বাড়িতে এসেছেন। পুলিশকে খবর দিলে গ্রেফতার হন তিনি। মঙ্গলবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement