দেওয়াল দখলে আঁচ পড়ল ভোটের

শাসক দলের চোখরাঙানি এড়িয়ে বিরোধীরা সেই দেওয়াল দখলের লড়াইয়ের সাহস দেখিয়ে কোথাও হেনস্থা হয়েছেন, কোথাও নালিশ জানিয়েছেন স্থানীয় থানায়। তবে সুরাহা হয়নি, হওয়ার কথাও নয়। যার নিট ফল নিভৃতে তেতে ওঠা ভোটের আঁচ পড়তে শুরু করেছে দেওয়াল থেকে দলীয় কার্যালয়ে।

Advertisement

বিমান হাজরা

রঘুনাথগঞ্জ শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ০১:৫২
Share:

দেওয়াল-লিখন: এ নিয়েই যত বিপত্তি। নিজস্ব চিত্র

লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা চৌকাঠে দাঁড়িয়ে। তবে তর সইছে না রাজনৈতিক দলগুলির। দেওয়াল দখলের লড়াই ইতিমধ্যেই কথা কাটাকাটির ঘেরাটোপ উজিয়ে হাতাহাতিতে গড়িয়েছে জেলার আনাচে কানাচে।

Advertisement

শাসক দলের চোখরাঙানি এড়িয়ে বিরোধীরা সেই দেওয়াল দখলের লড়াইয়ের সাহস দেখিয়ে কোথাও হেনস্থা হয়েছেন, কোথাও নালিশ জানিয়েছেন স্থানীয় থানায়। তবে সুরাহা হয়নি, হওয়ার কথাও নয়। যার নিট ফল নিভৃতে তেতে ওঠা ভোটের আঁচ পড়তে শুরু করেছে দেওয়াল থেকে দলীয় কার্যালয়ে।

জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন মুছে দেওয়া থেকে দেওয়াল দখলের অভিযোগ তুলেছেন জঙ্গিপুরের কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। বিষয়টি ইতিমধ্যেই তিনি রাজ্য নির্বাচন কমিশনের কাছে নজরে এনেছেন। নালিশ জানিয়েছেন, ভোটারদের ভয় দেখানোরও। শুক্রবার কমিশনের কাছে পাঠানো অভিযোগে নাম না করে অভিযুক্ত করা হয়েছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই। অভিজিতের অভিযোগ, খুব শীঘ্রই লোকসভা নির্বাচন ঘোষণা করা হবে। তার আগেই এলাকায় ভোটারদের ভয় দেখানো হচ্ছে। ভয় দেখানো হচ্ছে এই বলে যে, কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের সময় ক’দিনের জন্য আসবে, আবার চলে যাবে। তখন কি হবে? শুধু তাই নয়, তাঁর অভিযোগ, ‘‘প্রতিটি মানুষ যাতে ভয় মুক্ত হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। কেন্দ্রীয় বাহিনীকে সমস্ত গ্রামে পাঠিয়ে ভয় কাটাতে হবে গ্রামবাসীদের।’’

Advertisement

তাঁর দাবি, “পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাস মানুষকে এখনও আতঙ্কিত করে রেখেছে। গ্রামাঞ্চলের মানুষ ভয় পাচ্ছেন পুনরায় লোকসভাতেও বুঝি পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি ঘটবে। ভোটারদের মধ্যে আস্থা ফেরানো নির্বাচন কমিশনের দায়িত্ব। গ্রামে গ্রামে ভয়ভীতি দেখানো শুরু হয়েছে বলে বিভিন্ন জায়গা থেকে
অভিযোগ এসেছে।’’

নির্বাচন কমিশনে সে কথাই জানিয়েছেন তিনি। অভিজিতের এই অভিযোগ অবশ্য মানতে চাননি তৃণমূলের জঙ্গিপুর মহকুমা সভাপতি বিকাশ নন্দ। তিনি বলেন, “কোথাও কোনওরকম হুমকির ঘটনা ঘটেনি। বরং তৃণমূল যে সমস্ত দেওয়াল ঘিরে রেখেছিল প্রচারের জন্য, সে গুলি মিটিয়ে কংগ্রেস এবং সিপিএম
দখল করেছে।”

ইতিমধ্যেই অবশ্য জঙ্গিপুরে দেওয়াল লিখন শুরু করেছে কংগ্রেস। প্রার্থীর জায়গা ফাঁকা রেখে এই দেওয়াল লিখন নজরে এসেছে অনেক জায়গাতেই।

সিপিএমের অভিযোগ, দখল করা দেওয়ালের করা থাকলেও সেখানে ‘ভোট ফর টিএমসি’ লিখে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে।

ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান বলছেন, ‘‘ডোমকলের বাজিতপুর ও কুঠি এলাকায় আমাদের চুনকাম করা দেওয়ালে কে বা কারা টিএমসি লিখে দিয়েছে। গোটা বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানিয়েছি। যদিও জানি না প্রশাসন এ ব্যাপারে আদৌ পদক্ষেপ করবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন