Murshidabad

অনলাইন গেম খেলা ঘিরে ঝামেলা, কাটা গেল যুবকের হাত, পুড়ল বাড়ি

রবিবার দু’জনের ফের সংঘর্ষ হয়। অভিযোগ, সেখানে পিয়ারুলের উপর হামলা চালান লালচাঁদ। পিয়ারুলের হাত কাটা যায়। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২০ ১৮:১৪
Share:

অনলাইন গেম খেলা নিয়ে ঝামেলা বাড়ি পুড়ল, কাটা গেল যুবকের হাত। নিজস্ব চিত্র।

অনলাইন গেম ‘ফ্রি ফায়ার’ খেলা নিয়ে বিবাদের জের। ধারালো অস্ত্রের কোপে কাটা গেল এক যুবকের হাত। পাল্টা হামলায় অন্য যুবকের বাড়িঘর ভস্মীভূত। মুর্শিদাবাদের রেজিনগরের ছেতিয়ানী গ্রামের ঘটনা। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

Advertisement

অভিযোগ, সম্প্রতি টাকার বাজি ধরে ফ্রি ফায়ার খেলছিলেন পিয়ারুল সেখ ও লালচাঁদ সেখ নামের দুই যুবক। গেম শেষে টাকার লেনদেন নিয়ে ঝামেলা হাতাহাতিতে পৌঁছে যায়। সেই ঝামেলার জের চলছিল ক’দিন ধরেই। গত পরশু, রবিবার দু’জনের ফের সংঘর্ষ হয়। অভিযোগ, সেখানে পিয়ারুলের উপর হামলা চালান লালচাঁদ। পিয়ারুলের হাত কাটা যায়। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার বদলা নিতে সোমবার পিয়ারুলের পরিবার লালচাঁদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়া হয় লালচাঁদের বাড়িতে। গণ্ডগোলের খবর যায় রেজিনগর থানায়। এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক লালচাঁদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement