Road Accident In Nadia

সিগন্যাল ভেঙে পথচারী ছাত্রীকে পিষে দিল লরি! বাবার সামনে মৃত্যু মেয়ের, কৃষ্ণনগরে উত্তেজনা

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ১২ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিন নবম শ্রেণির ছাত্রী রিয়া বিশ্বাস। কিশোরীর সঙ্গে ছিল তার বাবা। হঠাৎ সিগন্যাল ভেঙে এগিয়ে আসা একটি লরি ধাক্কা মারে মেয়েটিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৫:৪৭
Share:

ক্ষুব্ধ জনতার রোষের বলি! —নিজস্ব চিত্র।

ট্র্যাফিক সিগন্যাল ভেঙে ছুটে আসা বালিবোঝাই লরির ধাক্কায় মৃত্যু নবম শ্রেণির এক ছাত্রীর। রবিবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার কৃষ্ণনগরের দিগনগর সেনপুর ১২ নম্বর জাতীয় সড়কে। ঘাতক লরিকে থামিয়ে তাতে আগুন ধরিয়ে দিল ক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে ১২ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিন নবম শ্রেণির ছাত্রী রিয়া বিশ্বাস। কিশোরীর সঙ্গে ছিল তার বাবা। হঠাৎ সিগন্যাল ভেঙে এগিয়ে আসা একটি লরি ধাক্কা মারে রিয়াকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেয়েটির। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে লরিচালক এবং খালাসি পালিয়ে যান।

অন্য দিকে, দুর্ঘটনার অব্যবহিত পরে লরিতে ভাঙচুর চালান স্থানীয়েরা। পরে আগুন ধরিয়ে দেওয়া হয় লরিটিতে। জাতীয় সড়কের এক ধারে দাউ দাউ করে জ্বলতে থাকে মালবাহী যানটি। যানজট শুরু হয় রাস্তায়।

Advertisement

দুর্ঘটনা এবং বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে যায় নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, সে জন্য পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

মৃত কিশোরীকে নিয়ে যাওয়া হয়েছিল নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতালে। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে পুলিশ মর্গে। ছাত্রীমৃত্যুতে একই সঙ্গে ক্ষুব্ধ এবং শোকাহত গোটা এলাকার মানুষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement