কল্যাণীতে সমাবর্তন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুধবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হল। বিভিন্ন কলেজ থেকে প্রকল্পের সদস্য এবং সঞ্চালকেরা উপস্থিত ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রানাঘাট শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৫ ০০:১৭
Share:

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বুধবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হল। বিভিন্ন কলেজ থেকে প্রকল্পের সদস্য এবং সঞ্চালকেরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর সভাগৃহে এর উদ্বোধন করেন উপাচার্য রতনলাল হাংলু। উপাচার্য বলেন, ‘‘ক্লাসের বাইরেও অধ্যাপক ও পড়ুয়াদের বড় ভূমিকা রয়েছে। জাতীয় সেবা প্রকল্পের মধ্যে দিয়ে তাঁরা সেই ভূমিকা পালন করেন।’’ বিশ্ববিদ্যালয়ের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষের সেবায় এসএসএর-র ভূমিকার প্রশংসা করেন তিনি।

Advertisement

এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী সুপর্ণানন্দ মহারাজ, বিশ্ববিদ্যালয়ের সেবা প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুখেন বিশ্বাস-সহ অন্যেরা। সুখেনবাবু বলেন, ‘‘যুবরাই দেশের শক্তি। জাতীয় সেবা প্রকল্প দাঁড়িয়ে রয়েছে সেই যুবশক্তির উপরে।’’ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ১৯৬৯ সালে বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের কাজ শুরু হয়। তিন জেলায় ৫০টি কলেজে এর শাখা রয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা পাঁচ হাজার। প্রতি কলেজে এক জন করে প্রোগ্রাম কো-অর্ডিনেটর রয়েছেন। এ দিন ভাল কাজের জন্য ছ’জন প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ৪৬টি কলেজ থেকে ৪৬ জন স্বেচ্ছাসেবক, হরিণঘাটা ও লালগোলা কলেজ ও এক স্বেচ্ছাসেবককে সন্মানিত করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন