নগদ-গেরো কাটিয়ে ফের ছুটছে গরু

আবার সে এসেছে ফিরিয়া। নভেম্বরে নোট বাতিলের গেরোয় কিছু দিন ভাটা পড়েছিল। তারপর সমস্যা একটু মিটতেই ফের পাচার শুরু হয়েছে। গত ১০ দিনে মুর্শিদাবাদের রানিনগর সীমান্তে প্রায় ৪৫০ বোতল কাশির সিরাপ আটক করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডোমকল ও করিমপুর শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৭ ০১:০৮
Share:

উদ্ধার হওয়া কাশির সিরাপের বোতল। — নিজস্ব চিত্র

আবার সে এসেছে ফিরিয়া।

Advertisement

নভেম্বরে নোট বাতিলের গেরোয় কিছু দিন ভাটা পড়েছিল। তারপর সমস্যা একটু মিটতেই ফের পাচার শুরু হয়েছে। গত ১০ দিনে মুর্শিদাবাদের রানিনগর সীমান্তে প্রায় ৪৫০ বোতল কাশির সিরাপ আটক করেছে পুলিশ। পাচারের অভিযোগে‌ ধরা পড়েছে তিন যুবকও। শনিবার নদিয়ার মুরুটিয়ার মথুরাপুর সীমান্তে বিএসএফের তাড়া খেয়ে পাচারকারীরা পালিয়ে গেলেও তাদের ফেলে রাখা ৩০৫০ বোতল কাশির সিরাপ উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী।

৩৯ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফের এক কর্তা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি বাঁশবাগানে কয়েক জন পাচারকারী কাশির সিরাপগুলি বস্তাবন্দি করে কাঁটাতারের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল। সেই সময় সীমান্তে কর্তব্যরত কয়েক জন জওয়ান তাদের দেখে ফেলে। বিএসএফকে আসতে দেখেই সিরাপগুলি ফেলে পাচারকারীরা চম্পট দেয়। বিএসএফের এক কর্তাও কবুল করছেন, ‘‘নোট বাতিলের পর থেকে বেশ কিছু দিন সীমান্তে চোরা কারবার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এখন পরিস্থিতি পাল্টাতে ফের সক্রিয় হচ্ছে পাচারকারীরা।’’ তাঁর দাবি, তবে কড়া নজরদারি থাকায় তাদের উদ্দেশ্য অবশ্য সফল হচ্ছে না।

Advertisement

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আর পাঁচটা ব্যবসার মতোই সীমান্তের পাচারও নগদ টাকার উপর নির্ভরশীল। ফলে ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পর অন্য ব্যবসা-বাণিজ্যের মতো প্রভাব পড়েছিল পাচারেও। পাচারকারীদের বেশ কয়েক জনও কবুল করেছিল, ‘‘নোট বাতিলে এই মরসুমের কারবারটাই শিকেয় উঠল।’’ কিন্তু ভাঙলেও মচকাতে রাজি নয় তারা। অবস্থা একটু স্থিতিশীল হতেই ফের কোমর বেঁধে মাঠে নেমেছে তারা।

ফলে কাশির সিরাপ নিয়ে সীমান্তের পথে ধুলো উড়িয়ে ফের ছুটতে শুরু করেছে মোটরবাইক কিংবা ছোট গাড়ি। থেমে নেই গরু পাচারকারীরাও। অভিযোগ, রাত ১০টার পরে ডোমকলের সীমান্তঘেঁষা রানিনগর, হারুডাঙা, নির্মলচরের মতো গ্রাম গুলিতে গরু নিয়ে ছুটছে পাচারকারীরা। পরের দিন সকালে খেতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ছেন চাষিরা। কারণ, গবাদি পশু ও মানুষের পায়ের চাপে নষ্ট হচ্ছে জমির ফসল। স্থানীয় বাসিন্দারাও জানাচ্ছেন, মাঝে কিছু দিন পাচার কমেছিল। কিন্তু গত দিন পনেরো থেকে ফের পাচারের রমরমা বেড়েছে।

মুর্শিদাবাদের এক বিএসএফ কর্তার কথায়, ‘‘নোট বাতিলের পরে গবাদি পশু চুরি করে কিছুটা পাচারের চেষ্টা চললেও কাশির সিরাপ বা মাদক পাচারের ঘটনা আমাদের নজরে আসেনি। তবে দিন কয়েক থেকে আমাদের কাছেও গোপনে আবার কাশির সিরাপ পাচারের আগাম খবর আসছে। আমরাও সতর্ক থাকছি।’’

নদিয়া ও মুর্শিদাবাদে এর আগে নানা কায়দায় পাচার হয়েছে কাশির সিরাপ। ছোট গাড়ি, যাত্রী বোঝাই বাস, এমনকী সন্দেহ এড়াতে কিশোরদের কাজে লাগিয়ে স্কুল ব্যাগেও কাশির সিরাপ পাচারের ঘটনা ঘটেছে। জেলা পুলিশের এক কর্তা বলছেন, ‘‘আমরাও কড়া নজর রাখছি। যাতে সীমান্তে পৌঁছনোর আগেই ধরা পড়ে পাচারকারীরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন