নিজস্ব চিত্র
ভাতের সঙ্গে কীটনাশক মিশিয়ে শাশুড়িকে খাইয়ে মেরে ফেলেছে বৌমা। সেই অপরাধে বৃহস্পতিবার বৌমার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলেন বহরমপুর জজকোর্টের দ্রুত নিষ্পত্তি আদালতের দ্বিতীয় এজলাসের বিচারক সুজিতকুমার ঝা। ২০০৫ সালে ৮ ফেব্রুয়ারি ঘটনার পর বিচারকের কাছে অভিযুক্ত সানোয়ারা বিবির সাত বছরের ছেলে সফিকুল গোপন জবানবন্দি দেয়। সেই জবানবন্দির ভিত্তিতে বিচারক বৃহস্পতিবার ডোমকল থানার বর্তনাবাদ গ্রামের সানোয়ারা বিবির যাবজ্জীবন সশ্রম কারদণ্ডের রায় দেন। সরকার পক্ষের আইনজীবী আরিফুজ্জামান হলন, ‘‘এ ছাড়াও ডাক্তারি পরীক্ষায় কীটনাশক খাইয়ে ওই বৃদ্ধাকে খূন করা হয়েছে, এমনটা উল্লেখ রয়েছে।’’