চিকিৎসককে মারধরের অভিযোগ

নার্স, চিকিৎসককে মারধরে নাম জড়াল হাসপাতালেরই নিরাপত্তারক্ষীর। বাধা দিতে গিয়ে প্রহৃত হয়েছেন চতুর্থ শ্রেণির এক কর্মীও। শ‌নিবার রাতে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় ওই নিরাপত্তারক্ষী ওই কাণ্ড ঘটায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০১:১৬
Share:

নার্স, চিকিৎসককে মারধরে নাম জড়াল হাসপাতালেরই নিরাপত্তারক্ষীর। বাধা দিতে গিয়ে প্রহৃত হয়েছেন চতুর্থ শ্রেণির এক কর্মীও। শ‌নিবার রাতে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালের ঘটনা। অভিযোগ, মদ্যপ অবস্থায় ওই নিরাপত্তারক্ষী ওই কাণ্ড ঘটায়। হাসপাতালের সুপার হিমাদ্রী হালদার ঘটনার কথা মেনেছেন। লিখিত ভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ঘটনার সময় সে ডিউটিতে ছিল না বলে জানা গিয়েছে।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে কালীনগর এলাকার বাসিন্দা ওই নিরাপত্তারক্ষী একটি খেলার মাঠে স্থানীয় কিছু যুবকের সঙ্গে মাদ্যপ অবস্থায় মারপিট করে। এই ঘটনায় সে আহত অবস্থায় হাসপাতালে আসে চিকিৎসার জন্য। সেই সময়ই সে কর্তব্যরত চিকিৎসক, নার্সকে মারধর করে বলে অভিযোগ।

শুধু এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে নানান অভিযোগ ওঠেছে।

Advertisement

হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে একটি ঠিকাদারি সংস্থা। সংস্থার অন্যতম কর্ণধার ভগীরথ ঘোষ বলেন, ‘‘ওই ঘটনায় আমরা দুঃখিত। দুর্ব্যবহারের জন্য ওই নিরাপত্তারক্ষীকে দিন পাঁচেক আগেই সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement