—প্রতীকী চিত্র।
বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল! তার আগে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করল লালগোলা থানার পুলিশ। শুক্রবার রাতে লালগোলা থানার পিরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালিয়ে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জেনারুল শেখ। তাঁর বাড়ি লালগোলা থানা এলাকায়। অন্য জনের নাম সিজারুল শেখ। তাঁর বাড়ি ভগবানগোলা থানা এলাকায়।
মাদক পাচারের অভিযোগে লালগোলায় গ্রেফতার জেনারুল শেখ এবং সিজারুল শেখ। —নিজস্ব চিত্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে লালগোলা থানার পুলিশ পিরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালায়। জেনারুল ও সিজারুল নামে দুই হেরোইন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে। তাঁদের কাছ থেকে উদ্ধার করে ২৬০ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় ২৬ লক্ষ টাকা। এর আগেও সীমান্ত এলাকায় মাদক পাচার এ ভাবেই রুখেছে পুলিশ।