Drug Trafficking

বাংলাদেশে পাচারের চেষ্টা! সীমান্ত এলাকা থেকে বাজেয়াপ্ত ২৬ লক্ষ টাকার মাদক, গ্রেফতার দুই যুবক

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে লালগোলা থানার পুলিশ পিরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ২৩:২৩
Share:

—প্রতীকী চিত্র।

বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল! তার আগে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করল লালগোলা থানার পুলিশ। শুক্রবার রাতে লালগোলা থানার পিরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালিয়ে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জেনারুল শেখ। তাঁর বাড়ি লালগোলা থানা এলাকায়। অন্য জনের নাম সিজারুল শেখ। তাঁর বাড়ি ভগবানগোলা থানা এলাকায়।

Advertisement

মাদক পাচারের অভিযোগে লালগোলায় গ্রেফতার জেনারুল শেখ এবং সিজারুল শেখ। —নিজস্ব চিত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে লালগোলা থানার পুলিশ পিরতলা রেল স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় অভিযান চালায়। জেনারুল ও সিজারুল নামে দুই হেরোইন পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে। তাঁদের কাছ থেকে উদ্ধার করে ২৬০ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় ২৬ লক্ষ টাকা। এর আগেও সীমান্ত এলাকায় মাদক পাচার এ ভাবেই রুখেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement