প্রতিনিধিত্বমূলক ছবি।
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে ব্ল্যাকমেল করারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে দক্ষিণ ২৪ পরপনার বারুইপুর থানায়। গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্যাতিতা ছাত্রীর গৃহশিক্ষক ছিলেন অভিযুক্ত। তিনি নাবালিকাকে ফোন করে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ। সুইসাইড করার কথা বলে তাকে নিজের বাড়িতে ডাকেন। তার পর তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ পরিবারের।
পুলিশ সূত্রে খবর, ঘটনার কথা বাড়িতে জানানোর পরেই পরিবারের লোকেরা পুলিশের দ্বারস্থ হন। তার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার ভিত্তিতেই তদন্ত এগোবে।