জ্বরে আক্রান্ত চাকদহ, মিলছে ডেঙ্গির জীবাণু

মাঝে মাঝে জ্বর আসছে বছর চোদ্দোর রিয়া সরকারের। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার। শুধু রিয়া সরকারই নয়, চাকদহ ব্লকের হিংনাড়া গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর এবং পুরুলিয়া এলাকার অনেকেই জ্বরে ভুগছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাকদহ শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৬ ২৩:১৮
Share:

মাঝে মাঝে জ্বর আসছে বছর চোদ্দোর রিয়া সরকারের। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে গোটা পরিবার।

Advertisement

শুধু রিয়া সরকারই নয়, চাকদহ ব্লকের হিংনাড়া গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর এবং পুরুলিয়া এলাকার অনেকেই জ্বরে ভুগছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুরুলিয়ার বাসিন্দা প্রানকৃষ্ণ বিশ্বাস বলেন, “আমার স্ত্রী এবং ছেলে জ্বরে আক্রান্ত হয়েছে। তাদের জ্বর কোনও মতেই সারছিল না। ডেঙ্গির জীবানু ধরা পড়ে। বাধ্য হয়ে তাদের কলকাতার দুটি নার্সিংহোমে ভর্তি করেছিলাম।’’ স্থানীয় বাসিন্দা সুভাষ ঢালি বলেন, “জ্বরের কথা শুনলেই ভয় করে।’’ পঞ্চায়েতের আশা কর্মীরা বলেন, “প্রতিদিন তিন-চারজন করে জ্বর নিয়ে আমাদের কাছে আসছেন। আমরা তাদের চাকদহ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। অনেকেই রক্তেই ডেঙ্গি জীবানু মিলছে। আমরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছি। জমা জল ফেলে দেওয়ার ব্যবস্থা করছি।’’

হিংনাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য কংগ্রেসের অনুপ কুমার সরকার বলেন, “জ্বর নিয়ে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন। অনেকেই হাসপাতালে চিকিৎসা মিলছে না বলে অভিযোগ করছেন। স্বাস্থ্য দফতরকে এলাকায় শিবির করার জন্য অনুরোধ করেছি।’’

Advertisement

জেলা মুখ্য স্বাস্থ আধিকারিক তাপস রায় বলেন, “চাকদহ হাসপাতালে জ্বরের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা জেলা হাসপাতাল ও কল্যাণী মেডিকেল কলেজে রয়েছে। ওই এলাকায় কারও ডেঙ্গি হয়েছে বলে আমার জানা নেই। খোঁজখবর নিয়ে সেখানে মেডিকেল টিম পাঠানো হবে।”

চাকদহের ভারপ্রাপ্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক সর্বনন্দ মধু বলেন, “পুজোর আগের থেকেই ব্লকে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে ভয়ের কোনও কারণ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন