অস্বাভাবিক মৃত্যু

এক ভাগচাষির অস্বাভাবিক মৃত্যু হল রায়নার নতুহরিপুর গ্রামে। মৃতের নাম সহদেব সাঁতরা (৫৫)। তাঁর পরিবারের অবশ্য দাবি, রবিবার দুপুরে বাড়িতেই কীটনাশক পান করেন সহদেববাবু। তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়।

Advertisement
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৫ ০১:০৩
Share:

এক ভাগচাষির অস্বাভাবিক মৃত্যু হল রায়নার নতুহরিপুর গ্রামে। মৃতের নাম সহদেব সাঁতরা (৫৫)। তাঁর পরিবারের অবশ্য দাবি, রবিবার দুপুরে বাড়িতেই কীটনাশক পান করেন সহদেববাবু। তাঁকে বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়। মঙ্গলবার রাতে সেখানেই মারা যান তিনি। মৃতের ছেলে উৎপল সাঁতরার দাবি, ‘‘বন্যায় সব ধান নষ্ট হয়ে যায়। নতুন করে বীজ বুনে কিছু ধান পেলেও তার দাম মেলেনি তেমন। লক্ষাধিক টাকা দেনাও হয়েছিল। এর জেরেই মানসিক অবসাদ থেকে বাবা আত্মঘাতী হয়েছেন।’’ পরিজনেদের আরও দাবি, পুকুরে মাছও বন্যায় ভেসে গিয়েও ক্ষতি হয়। রায়না থানার পুলিশের যদিও দাবি, পারিবারিক অশান্তির কারণেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। একই দাবি রায়না পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলিরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement