ডাঁটা কার, মারামারিতে জখম পাঁচ

তিলকে তাল করার কথা তাঁরা আগেও শুনেছেন। কিন্তু গোটা কয়েক সজনে ডাঁটার জন্য দু’টো পরিবার যে এ ভাবে লাঠি, ধারাল অস্ত্র নিয়ে লড়াই করতে পারে তা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না রানিনগরের গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ০০:০০
Share:

তিলকে তাল করার কথা তাঁরা আগেও শুনেছেন। কিন্তু গোটা কয়েক সজনে ডাঁটার জন্য দু’টো পরিবার যে এ ভাবে লাঠি, ধারাল অস্ত্র নিয়ে লড়াই করতে পারে তা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না রানিনগরের গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা। তাঁদেরই একজন বলছেন, ‘‘এমনটাও যে হতে পারে তা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতাম না।’’

Advertisement

তবে ডোমকল অবশ্য এমন ঘটনার কথা শুনে মোটেই অবাক হচ্ছে না। দিনকয়েক আগে পমাইপুরে বাড়ির সামনে মোবাইলে গেম খেলছিল এক কিশোরী। অভিযোগ, পড়শি দুই নাবালক খেলতে খেলতে তাকে নানা ভাবে বিরক্ত করে। বাবার কাছে মেয়েটি নালিশ জানায়। মেয়ের মুখে সব শুনে পড়শির বাড়িতে প্রতিবাদ করতে গিয়ে খুন হন নজরুল শেখ নামে এক যুবক।

রানিনগরের তেজ সিংহপুরে অবশ্য কেউ মারা যাননি। কিন্তু পাঁচ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিন জন আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিকে দুই পরিবারের জমি। মাঝখানের আলে লিকলিকে একটা সজনে গাছ। সেই গাছেরই ডাঁটা কোন পরিবার পাবে তা নিয়েই শুরু হয় বিবাদ। রবিবার সেই বিবাদ গড়ায় মারপিটে। ইতিমধ্যে পুলিশ দু’জনকে গ্রেফতারও করেছে।

Advertisement

তুচ্ছ ঘটনা নিয়ে ডোমকল মহকুমায় খুন-জখম কোনও নতুন ঘটনা নয়। বছর কয়েক আগে শম্ভুনগরে বেড়া টপকে মুরগি চলে গিয়েছিল পড়শির বাড়িতে। সেখানে তাড়া খেয়ে পালাতে গিয়ে মুরগির পায়ে চোট লাগে। সেই নিয়ে তুমুল গণ্ডগোল এবং খুন। ইসলামপুর থানার নসিপুরেও এক বাড়ির মুরগি গিয়ে ডিম পেড়েছিল পাশের বাড়ির গোয়ালঘরে। তা নিয়েও বাধে তুলকালাম। শেষতক খুন।

কুপিলাতেও জমির আলে পড়া এক সজনে গাছের দখল নেওয়াকে কেন্দ্র করে খুন হন এক প্রৌঢ়। বিশ্বাসপাড়ায় নলকূপের জল কোন দিক দিয়ে যাবে তা নিয়েও গণ্ডগোলের জেরে খুনের ঘটনা ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement