Bharatpur Theft Case

দরজার তালা ভেঙে বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার গয়না চুরি! ভরতপুরে ধৃত বানজ়ারা গোষ্ঠীর চার মহিলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভরতপুরে এক বধূ সোমবার দুপুরে বাড়ির দরজায় তালা দিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। তিনি বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। আলমারির লকার থেকে উধাও সোনা, রুপোর গহনা। খবর দেওয়া হয় ভরতপুর থানায়। তদন্ত শুরু করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৭:৩৮
Share:

—প্রতীকী চিত্র।

ভরতপুরে চুরির ঘটনায় আবার উঠে এল বানজ়ারা গোষ্ঠীর নাম। গৃহস্থের বাড়ির তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনা ও রুপার গয়না চুরির অভিযোগ উঠল। তবে এ বার চুরির কিছু ক্ষণের মধ্যেই ওই দলের চার মহিলা সদস্যকে গ্রেফতার করেছে ভরতপুর থানার পুলিশ। সোমবার দুপুরে আমলাই কালিতলা পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের আদালতে হাজিরর করানো হলে বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম চন্দ্রবতী দেবী, তরণী বেদ, চাঁদনী বেদ এবং পারবা বেদ। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডের জামতলা জেলার হলুদ কালানি গ্রামে। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে চুরি হয়ে যাওয়া সোনা এবং রুপোর গয়না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভরতপুরে এক বধূ সোমবার দুপুরে বাড়ির দরজায় তালা দিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। তিনি বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। আলমারির লকার থেকে উধাও সোনা, রুপোর গহনা। খবর দেওয়া হয় ভরতপুর থানায়। তদন্ত শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন চার মহিলার হদিস পায় পুলিশ। ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪০ গ্রাম সোনা, যার মূল্য চার লক্ষ টাকার বেশি। ১৭৯ গ্রাম রুপোর গয়না এবং চারটি মোবাইল ফোনও উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

ওই গোষ্ঠীর মহিলা সদস্যেরা কোলে শিশু নিয়ে ভিক্ষে করে বেড়ান। আর সুযোগ পেলে কোনও বাড়িতে ঢুকে দামি জিনিসপত্র চুরি করেন বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement