ফাঁকা বাড়িতে চুরি সোনা-গয়না

ঘরের তালা ভেঙে সোনার গয়না ও নগদ প্রায় দু’লক্ষ টাকা চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বুধবার রাতে শান্তিপুরের নতুনহাট এলাকার ঘটনা। বাড়ির কর্তা ইমদাদুল হক জানান, বুধবার সন্ধ্যের পর থেকে বাড়িতে কেউ ছিলেন না। তিনি নিজস্ব কিছু কাজে বাইরে ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০০:৪৪
Share:

ঘরের তালা ভেঙে সোনার গয়না ও নগদ প্রায় দু’লক্ষ টাকা চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা।

Advertisement

বুধবার রাতে শান্তিপুরের নতুনহাট এলাকার ঘটনা। বাড়ির কর্তা ইমদাদুল হক জানান, বুধবার সন্ধ্যের পর থেকে বাড়িতে কেউ ছিলেন না। তিনি নিজস্ব কিছু কাজে বাইরে ছিলেন। আর তাঁর স্ত্রী গিয়েছিলেন পাশেই নিজেদের অন্য একটি বাড়িতে।

রাত সাড়ে ন’টা নাগাদ কাজ সেরে বাড়ি ফেরেন ইমদাদুল। বাড়ির কাছে গিয়েই চমকে যান। দেখেন, সদর দরজার তালা ভাঙা। ব্যাপারটা বুঝতে বিশেষ সময় লাগেনি। দ্রুত পায়ে ঘরে ঢুকে দেখেন, লন্ডভন্ড ঘর। আলমারি হা করে খোলা। লকার ভাঙা হয়েছে। সেখানে নগদ টাকা ও সোনার গয়না ছিল। সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

Advertisement

ইমদাদুল এ দিন বলেন, “আমার একটা স্টুডিও আছে। ক্যামেরা কিনব বলে ব্যাঙ্ক থেকে টাকা তুলে এনে আলমারিতে রেখেছিলাম। তা ছাড়া আমার স্ত্রীর সোনা-রুপোর গহনাও লকারে ছিল। সবই নিয়ে গিয়েছে ওরা।”

কিন্তু ভর সন্ধ্যায় তালা ভেঙে চুরি হয়ে গেল, পাড়াপড়শিরা কেউ কিছু টের পেলেন না! তাতে ইমদাদুল নিজেই জানান, তাঁর বাড়ির কিছুটা দূরেই মহরমের তাজিয়া বের হয়েছিল। স্থানীয় পুলিশও মহরমের তাজিয়া নিয়েই ব্যস্ত ছিল। পুলিশ জানিয়েছে সে কথা। তাদেরও বক্তব্য, সেই সুযোগেই ফাঁকা বাড়িতে নিশ্চিন্তে লুটপাট চালিয়ে যথাসময়ে গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইমদাদুলের চেনাপরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement