তাপস পালের অভিযোগ

ভাড়া খাটছে সরকারি অ্যাম্বুল্যান্স

সাংসদ তহবিলের টাকায় রোগীদের জন্য দেওয়া হয়েছে অ্যাম্বুল্যান্স। কিন্তু রোগীরাই তার সুবিধা পাচ্ছেন না। অভিযোগ করলেন কৃষ্ণনগরের সাংসদ তাপস পাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৫:৫০
Share:

সাংসদ তহবিলের টাকায় রোগীদের জন্য দেওয়া হয়েছে অ্যাম্বুল্যান্স। কিন্তু রোগীরাই তার সুবিধা পাচ্ছেন না। অভিযোগ করলেন কৃষ্ণনগরের সাংসদ তাপস পাল।

Advertisement

শনিবার দুপুরে শক্তিনগর জেলা হাসপাতালে ফেকো সার্জারি ইউনিটের উদ্বোধনে এসে জেলাশাসকের সামনেই তিনি এমন অভিয়োগ করেন। জেলা শাসক বিজয় ভারতী জানান, সাংসদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তাপসের অভিযোগ, সাধারণ মানুষের ব্যবহারের জন্য এলাকা উন্নয়নের তহবিল থেকে ১১টি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। কিন্তু গরীব মানুষরা তার পরিষেবা পাচ্ছেন না। যে সব সংস্থাকে অ্যাম্বুল্যান্স দেওয়া হয়েছে, তার অধিকাংশ সংস্থাই সেগুলির অপব্যবহার করছে। এমনকী, অ্যাম্বুল্যান্স ভাড়া খাটানোও হচ্ছে বলে তাঁর কাছে খবর এসেছে। তিনি বলেন, ‘‘হাওয়া খাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সগুলি দেওয়া হয়নি।’’

Advertisement

তাপসের আরও অভিযোগ, একটি প্রতিবন্ধি স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য একটি বাস দেওয়া হয়েছিল। বর্তমানে সেই বাসটি একটি নার্সিংহোমের কাজে লাগানো হচ্ছে।

তাপসের সাংসদ তহবিল থেকে ১৮ লক্ষ টাকা ব্যায়ে চোখের ছানি অস্ত্রপচারের এই অত্যাধুনিক যন্ত্রটি শক্তিনগর জেলা হাসপাতালে বসানো হয়েছে। এদিন সেই ইউনিটের উদ্বোধন করলেন তাপস। এত দিন এই হাসপাতালে পুরনো পদ্ধতিতেই ছানি অস্ত্রোপচার হতো। এ বার থেকে আধুনিক পদ্ধতিতেই অস্ত্রোপচার হবে। তাপস হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের বলেন, ‘‘আপনারা রোগী ও তাঁদের পরিবারের লোকজনের সাথে সব সময় ভাল ব্যবহার করবেন। তাদের কাছ থেকে এই সংক্রান্ত অভিযোগ কাম্য নয়। কারণ, অসুস্থ মানুষরাই হাসপাতালে আসেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন