গ্রেফতার প্রধান শিক্ষক

চাপে পড়ে পিছু হটল পুলিশ। এক পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগে সাগরদিঘির এক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করল তারা। বৃহস্পতিবার ওই শিক্ষক থানায় গেলে তাঁকে গ্রেফতার করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৫ ০১:২৪
Share:

চাপে পড়ে পিছু হটল পুলিশ। এক পড়ুয়ার শ্লীলতাহানির অভিযোগে সাগরদিঘির এক স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করল তারা। বৃহস্পতিবার ওই শিক্ষক থানায় গেলে তাঁকে গ্রেফতার করা হয়। ওই পড়ুয়ার পরিবারের অভিযোগ, সোমবার স্কুল ছুটির পর এক ছাত্রীকে ডেকে তার শ্লীলতাহানি করেন ওই শিক্ষক। পরদিন ঘটনার লিখিত অভিযোগ হাতে পেয়েও পুলিশ ওই কিশোরীর পরিবারকে ঘটনাটি আপসে মিটিয়ে নিতে চাপ দিচ্ছিল। বৃহস্পতিবার ফের ওই কিশোরীর পরিবারকে সাগরদিঘি থানায় ডেকে পাঠানো হয়। ঘটনার মীমাংসার আশায় এ দিন স্কুলের এক সহকারি শিক্ষককে নিয়ে থানায় যান অভিযুক্ত ওই শিক্ষকও। তবে এ দিন কিশোরীর পরিবারের সঙ্গে শতাধিক গ্রামবাসী আসেন। তাঁরা ওই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে অনড় থাকেন। বাধ্য হয়ে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে গ্রেফতার করে।

Advertisement

এ দিকে, এ দিন ওই বিদ্যালয়ে ছাত্রীরা তেমন কেউ স্কুলে যায়নি। ওই ছাত্রীর বাবা বলেন, ‘‘এমন ঘটনার মুখে পড়তে হবে ভাবিনি। ওই প্রধান শিক্ষককে স্কুল থেকে বদলির দাবি জানাব।’’ তিনি আরও বলেন, ‘‘যত দিন তিনি স্কুলে থাকবেন তত দিন মেয়েদের স্কুলে না পাঠাবার সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা।’’

স্কুলের পাশেই বাড়ি ফর্ডওয়ার্ড ব্লকের সাগরদিঘি লোকাল কমিটির পূর্বতন সম্পাদক নুরুল হকের। তিনি বলেন, ‘‘এই ঘটনার কথা জেনে স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ গ্রামবাসীরা। কারণ এর আগেও ওই শিক্ষককে ঘিরে এই ধরনের ঘটনা ঘটেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement