রমা বাগদী এবং সাহেব বাগদী। — নিজস্ব চিত্র।
স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে, এই সন্দেহে তাঁকে হত্যা করে চরম পদক্ষেপ করলেন স্বামী! মুর্শিদাবাদের বড়ঞা থানায় এলাকার ঝিকরাহাটি গ্রামের ঘটনা। পরিবার সূত্রে খবর, চার বছর আগে বিয়ে হয়েছিল ওই দু’জনের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সাহেব বাগদী (২৪) এবং রমা বাগদী (২২)। সাহেম রেস্তোরাঁয় কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে রেস্তোরাঁর কাজ সেরে বাড়িতে ফেরেন তিনি। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যান রমাও। স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে দাবি করেন সাহেব। দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। তখনই রমাকে নোড়া দিয়ে সাহেব থেঁতলে খুন করেন বলে অভিযোগ। এর পর সাহেবও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, সন্দেহের বশে স্ত্রীকে খুন করেন স্বামী। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সমস্যার সূত্রপাত বছরখানেক আগে। প্রতিবেশীরা জানান, প্রায়ই দু’জন ঝগড়া করতেন। ওই দম্পতির তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে। স্বামী-স্ত্রীর দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।