Attempt to Suicide

দেখা করেননি স্ত্রী, রানাঘাটে শ্বশুরবাড়ির সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের!

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবক সমুদ্রগড় এলাকার বাসিন্দা। সেখানে স্ত্রীকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তাঁর স্ত্রী ওই বাড়ি ছেড়ে কিছু দিন আগে বাপের বাড়ি চলে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ২২:০১
Share:

অভিযোগ, শ্বশুরবাড়ির সামনের রাস্তায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

সাংসারিক অশান্তির কারণে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে এসেছিলেন তরুণী। সেখানে দেখা করতে গিয়েছিলেন স্বামী। অভিযোগ, স্ত্রী দেখা না করায় শ্বশুরবাড়ির সামনের রাস্তায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। রানাঘাটের সড়ক পাড়ার ঘটনা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যুবক সমুদ্রগড় এলাকার বাসিন্দা। সেখানে স্ত্রীকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তাঁর স্ত্রী ওই বাড়ি ছেড়ে কিছু দিন আগে রানাঘাটের দাসপাড়ায় বাপের বাড়ি চলে যান। পরে যুবক একাধিক বার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে চাইলেও রাজি হননি তরুণী এবং তাঁর পরিবার। সোমবার সকালে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে ওই যুবক আবার রানাঘাটে তাঁর শ্বশুরবাড়িতে যান। অভিযোগ, শ্বশুরবাড়িতে এলেও দেখা করেনি স্ত্রী। ওই যুবককে বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে। এর পরেই দোকান থেকে কীটনাশক কিনে খেয়ে ফেলেন তিনি।

স্থানীয় বাসিন্দারা রানাঘাট থানায় খবর দেন। পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement