Con Man arrested

প্রেমিকার খোঁজ করতে গিয়ে জানলেন আরও দুই স্ত্রীর কথা! পুলিশে প্রথমা, নদিয়ায় ধৃত স্বামী

স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর থানা এলাকার কাঁসারি পাড়ার যুবক বিট্টু দত্তের সঙ্গে বছর দুয়েক আগে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার শক্তিনগরের বাসিন্দা স্নিগ্ধা সরকারের বিয়ে হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শান্তিপুর শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৮
Share:

—প্রতীকী চিত্র।

স্বামী আবার বিয়ে করছেন? সম্প্রতি হাবভাবে নানান ‘অস্বাভাবিকতা’ দেখে তক্কে তক্কে ছিলেন স্ত্রী। সুযোগ পেতেই স্বামীর ফোন ঘেঁটে খুঁজে বার করেন ‘প্রেমিকা’র নম্বর। তার পর সেই নম্বরে ফোন করে হতভম্ব স্ত্রী! জানতে পারলেন, স্বামীর নাকি আরও দু’জন ‘প্রেমিকা’ রয়েছেন। বিয়েও নাকি হয়েছে। হবু স্ত্রীর সব কথা ফোনে রেকর্ড করেই থানায় ছুটলেন স্ত্রী। তাঁর দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে গ্রেফতার হলেন অভিযুক্ত স্বামী। নদিয়ার শান্তিপুরের ঘটন। এই ঘটনা প্রসঙ্গে রানাঘাট পুলিশ জেলার সুপার কে কন্নন বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগ বলে তদন্ত করা হবে। পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’’

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শান্তিপুর থানা এলাকার কাঁসারি পাড়ার যুবক বিট্টু দত্তের সঙ্গে বছর দুয়েক আগে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার শক্তিনগরের বাসিন্দা স্নিগ্ধা সরকারের বিয়ে হয়। স্নিগ্ধার অভিযোগ, তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে বলে দাবি করে একাধিক মহিলাকে ভালবাসার জালে ফাঁসিয়েছেন বিট্টু। তাঁদের সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন। স্ত্রীর দাবি, স্বামী ইতিমধ্যেই গোপনে দু’টি বিয়ে সেরে ফেলেছেন। সম্প্রতি তৃতীয় বিয়েটি করারও প্রস্তুতি নিচ্ছিলেন। সব জানতে পেরেই তিনি থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। স্নিগ্ধার আরও দাবি, থানার যাওয়ার সময় বিট্টু তাঁর পথ আটকেছিলেন। তাঁর মোবাইলটিও কেড়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

অন্য দিকে, বিট্টুর একাধিক বিয়ের কথা অস্বীকার করেছে তাঁর মা, বাবা। উল্টে স্নিগ্ধার বিরুদ্ধেই শারীরিক নির্যাতন ও সংসারে অশান্তি বাধানোর অভিযোগ তুলেছেন তাঁরা। বধূর মানসিক সমস্যা আছে বলেও দাবি করেছে শ্বশুর বাড়ির পরিবার। বিট্টুর বাবা কানাই দত্ত বলেন, ‘‘বৌমাসুলভ আচরণ কোনও দিনই স্নিগ্ধার মধ্যে ছিল না। উল্টে আমাদের উপরেই অত্যাচার করে। প্রতিবাদ করা ছেলেকে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করছে।’’

Advertisement

পাল্টা স্নিগ্ধার বক্তব্য, ‘‘নিজের কুকীর্তির কথা আড়াল করতেই আমার মানসিক সমস্যার গল্প তৈরি করছে। একের পর এক মহিলাকে নিয়ে যে অসভ্যতা করছে, এর জন্য ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আইনি পদক্ষেপ করার জন্য আমায় যাতে ওদের হাতে অত্যাচারিত হতে না হয়, তার ব্যবস্থা করুক পুলিশ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন