Nadia

স্ত্রীকে ফেরত চেয়ে শ্বশুরবাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্না যুবকের!

স্থানীয় সূত্রে খবর, বছরখানেক আগে স্থানীয় জ্যোতি দাসের সঙ্গে প্রেম করে বিয়ে হয়ে এলাকার যুবক সুমনের। প্রথমে জ্যোতির পরিবার এই বিয়ে মেনে না নিলেও পরে সুমনকে জামাই হিসাবে স্বীকৃতি দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ২৩:৩৭
Share:

—নিজস্ব চিত্র।

স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে শ্বশুরবাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেছেন স্বামী সুমন ধর। হরিণঘাটা থানার নগরউখড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝিকরা এলাকায় শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই ঘটনায় শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায়। প্ল্যাকার্ড হাতে সুমনের দাবি, ‘‘স্ত্রী জ্যোতিকে ফেরত না দিলে আমি উঠব না।’’

Advertisement

স্থানীয় সূত্রে খবর, বছরখানেক আগে স্থানীয় জ্যোতি দাসের সঙ্গে প্রেম করে বিয়ে হয়ে এলাকার যুবক সুমনের। প্রথমে জ্যোতির পরিবার এই বিয়ে মেনে না নিলেও পরে সুমনকে জামাই হিসাবে স্বীকৃতি দেয়। কিন্তু বিয়ের কয়েক মাস পরই জ্যোতির উপর শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ ওঠে। গত ফেব্রুয়ারিতে জ্যোতির বাবা-মা তাঁকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনেন এবং মেয়ের নিরাপত্তার কথা ভেবে আর ফেরত পাঠাননি।

সুমন কয়েক বার স্ত্রীকে ফেরত পাওয়ার চেষ্টা করলেও, জ্যোতির পরিবার শর্ত দেয়, সুমনকে তাঁর বাবা-মাকে নিয়ে আলোচনায় বসতে হবে। কিন্তু সুমনের পরিবার এই প্রস্তাব মানেনি। ফলে মধ্যস্থতা ব্যর্থ হয়। এর পর শুক্রবার রাতে সুমন শ্বশুরবাড়ির সামনে ‘স্ত্রীকে ফেরত চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেন।

Advertisement

সুমন অভিযোগ স্বীকার করে বলেন, ‘‘উভয় পক্ষেরই ভুল আছে। আমি শ্বশুরবাড়ির সকলের কাছে ক্ষমা চেয়েছি। জ্যোতিকে ফেরত পেতে আমি যে কোনও ত্যাগ স্বীকারে রাজি—এমনকি আলাদা সংসার করতেও প্রস্তুত।’’ জ্যোতি জানান, তিনি স্বামীর কাছে ফিরে যেতে চান। তবে নিরাপত্তার শর্ত জুড়ে দেন— ‘‘শ্বশুরবাড়ির লোকজন আমার বাবা-মায়ের সঙ্গে সরাসরি কথা বললে তবেই ফিরব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement